আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
শাশ্বত সত্যর বাবা অরুন সত্য যখন হাতেজাড় করে প্রণাম করার জন্য অনুরোধ করতে গেলেন, তখন আর চোখের জল ধরে রাখতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মামনুনুল কেরামত। এর আগে অরুণ সত্য যখন কিছু কথা বলছিলেন বুকের ভেতরের আবেগ দিয়ে, তখনই খেয়াল করছিলাম ভিসি স্যারের চোখের কোণে জল চিক চিক করছে। একটু পর দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে জল। গত সোমবার শাশ্বত'র চিকিৎসা শুরুর জন্য শাশ্বত চিকিৎসা সহায়তা তহবিল থেকে টাকার চেক দেবার সময়কার ঘটনা এগুলো। সে সময় ভিসি স্যার বলেন, এতো উদ্যোগ, এতো প্রচেষ্টা যে কাজের জন্য তোমরা করছ তা বৃথা যেতে পারে না।
তোমাদের উদ্যোগ সফল হবে। '
শাশ্বতর বাবার হাতে সেদিন ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে। সম্ভবত আগামী কাল ভারতের ভ্যালোরের দিকে রওনা দেবে শাশ্বত। সঙ্গে থাকবে ওর বাবা ও মা। ঈদের পর সেখানে শুরু হবে ওর চিকিৎসা।
ওর শরীরের হাড় গঠনের জন্য দেয়া হবে একটি ইঞ্জেকশন; যেটি মূল চারটি ইঞ্জেকশনের প্রথমটি। এরপর তার অকেজো দু্ই হিপ জয়েন্টের একটি এবার রিপ্লেসমেন্ট করা হবে। এছাড়াও আরো ৪টি দরকারী ইঞ্জেকশন দেয়া হবে তাকে। যেগুলো প্রতিমাসে একটি করে দেয়া হবে। এসব চিকিৎসা মিলিয়ে এবার প্রায় ৫ মাস ভ্যালোরে অবস্থান করতে হবে শাশ্বতকে।
এই ৫ মাসের চিকিৎসা ব্যয়ের জন্য তার বাবার দেয়া হিসাব অনুযায়ী ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক দেয়া হলো সেদিন।
বন্ধুরা, আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাশ্বত সত্য জটিল অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস রোগে আক্রান্ত। তারকে বাঁচাতে ৩৫ লাখ টাকা দরকার। গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ লাখ ৬৪ হাজার ৭৫৪ টাকা জমা হয়েছে বিভাগের দেয়া দুটি অ্যাকাউন্টে। সেখান থেকেই সেদিন টাকার চেক দেয়া হয়েছে শাশ্বত'র বাবাকে।
এখনো প্রায় ৩৫ লাখ টাকা লাগবে ওর চিকিৎসার জন্য। এখনো আমরা সহায়তার হাত বাড়িয়ে রয়েছি সবার দিকে-১. শাশ্বত চিকিৎসা সহায়তা, অ্যাকাউন্ট নং-৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
২.saswota Chikitsa-Sohayota, AC no-135-101-33705, Swift Code: DBBL BD DH 100, Dutch Bangla Bank Limited.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।