আমাদের কথা খুঁজে নিন

   

একজন শাশ্বতর জন্য আমরা ক'জনা

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

গতকাল ৬ই জুন, বিকেলে ঢাকা পাবলিক লাইব্রেরী চত্বরে হয়ে গেল ছোট্ট একটি মিলনমেলা। ব্লগ বন্ধু মিলনমেলা। হ্যাঁ সেটা শাশ্বতর জন্য। পুরো অনানুষ্ঠানিক ভাবে।

আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম কয়েকজন ব্লগ বন্ধু। যদিও বিকেল পৌনে তিনটা থেকে অঝর বৃষ্টি কিছুটা হলেও আমাদের একত্রিত হওয়ার সময় দেরী করিয়ে দিয়েছে। তারপরেও এই বাঁধভাঙ্গা বৃষ্টি কাউকেই ঘরে আটকে রাখতে পারেনি। ছুটে এসেছে পাবলিক লাইব্রেরী চত্বরে। ছুটে এসেছে একজন মানুষের পাশে দাঁড়াতে।

না এটা কোন ফান্ড কালেকশন মিলনসভা ছিল না। এটা ছিল আমরা কি উপায়ে এগুতে পারি তারই একটা আলোচনা। সেখানে প্রত্যেকজন ব্লগবন্ধু তাদের সূচিন্তিত মতামত উত্থাপন করেছেন কিছু যুক্তি সহকারে। সেখানে উপস্থিত ছিলেন, কালপুরুষ, মেজবাহ য়াযাদ, কৌশিক, প্রত্যুতপন্নমতিত্ব, রাহা, সাইফুল, ক্যামেরাম্যান, পথিক, দীপু, অদ্ভুত আধাঁর এক, মিলটন সহ আরো অনেক ব্লগ বন্ধু। আরো উপস্থিত ছিলেন একজন বিশেষ ব্লগসাথী।

আমি সবার নাম দিতে পারছি না ঠিক এই মুহুর্তে। ক্ষমা চেয়ে নিচ্ছি অপারগতার জন্য। আলোচনায় কি কি বিষয় নিয়ে আলাপ হয়েছে সে ব্যাপারে গুছিয়ে একটা পোষ্ট দেবার জন্য প্রত্যুতপন্নপতিত্বকে দায়িত্ব দেয়া হয়েছে। সে সেটা পোষ্ট দেবে আজকের কোন একসময়ে এবং কত কালেকশন হয়েছে সেটাও জানাবে। আপনাদের জানিয়ে রাখি, এই আলোচনায় তাৎক্ষণিক ভাবে বেশ ভালো একটা এমাউন্ট কালেকশন হয়েছে।

আমরা আরো বেশ কয়েকজন বিদেশে অবস্থানরত ব্লগ বন্ধুদের কাছ থেকে ভালো একটা এমাউন্ট পেয়েছি। এখনও অনেক পথ বাকী। সেপথ গুলোকে আমাদের পার হতে হবে। সে জন্য আরো সহযোগীতা দরকার। আশা করি আপনাদের কাছ থেকে সেটা পাবো।

গতকাল সন্ধ্যায় আমি ব্যাক্তিগত ভাবে শাশ্বতর সাথে কথা বলেছি। কথা বলেছি ওর বাবার সাথে। শাশ্বতর কথা বলতে বেশ কষ্ট হচ্ছিল। আপনাদের জানিয়ে রাখছি, শাশ্বত ১০ই জুন ভারত যাচ্ছে। আমার সাথে কথা বলার সময় শাশ্বত ও তার বাবা আবেগাপ্লুত হয়ে পড়ে।

যেটাকে সান্তনা দেবার মত ভাষা আমার ছিল না বা কোন কালেই থাকবেনা। আমি তাদের শুধু একটি কথাই বলি, শাশ্বত বাঁচবে এবং বাঁচতে হবে। ব্লগ বন্ধুরা আপনারা এগিয়ে আসুন শাশ্বতর জন্য। শাশ্বত বাঁচবে, ওকে বাঁচাতেই হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.