আমাদের কথা খুঁজে নিন

   

আগামী কাল আমরা সবাই শাশ্বতর জন্য দাড়াচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আগামী কাল ১৩ই জুন ২০০৮, শুক্রবার ঘড়ির কাঁটায় যখন ঠিক দশটা বাজবে সেই মুহুর্ত থেকেই শুরু হয়ে যাবে মানুষের কাছে শ্বাশ্বতর জন্য... মানবতার জন্য আবেদন... মানুষকে বাঁচানোর জন্য আবেদন.. আমরা সবাই শাশ্বতর জন্য দাড়াচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের গেটে। শাশ্বতর ফান্ড কালেকশনের জন্য মূলতঃ আমাদের অবস্থান। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করবো। একটু আগেই আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের কাছ থেকে আমরা অনুমতি পেলাম।

কৃতজ্ঞতা জানাই আমাদের সন্মাতি ব্লগার মিসকল ভাই এবং অন্যান্যদের... যারা এর পেছনে শ্রম দিয়েছেন। এ পর্যায়ে আমরা একটা টি-শার্ট নিয়ে হাজির হবো, যে টি-শার্টটি শাশ্বতকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে। আমরা টি-শার্ট গুলো বিক্রি করবো। প্রতিটি টি-শার্টের দাম রাখা হয়েছে ২০০ টাকা মাত্র। ছাত্র-ছাত্রীদের জন্য ডিসকাউন্ট মূল্য ১৫০ টাকা।

এখানে উল্লেখ্য এই প্রতিটি টি-শার্ট বিক্রির লাভ থেকে একটা পূর্ব নির্ধারিত অংশ চলে যাবে শাশ্বতর ফান্ডে। বন্ধুরা, আপনাদের কাছে আবেদন যে, আপনার প্রত্যেকে এক বা একাধিক টি-শার্ট কিনে শাশ্বতর পাশে এসে দাঁড়ান। একই সাথে আপনারা আপনাদের বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের উৎসাহীত করুন অন্ততঃ একটি করে টি-শার্ট কিনতে। আপনাদের সকলকে অনুরোধ করছি যথাসময়ে ঢাকাস্থ্ বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসার জন্য। আপনাদের উপস্থিতি এবং টি-শার্ট ক্রয় করে শাশ্বত চিকিৎসা ফান্ড হয়ত অনেকদুর এগিয়ে যাবে।

মনে রাখবেন, শাশ্বতকে বাঁচাতে হবে। ও তো আমাদেরই একজন বন্ধু। ব্লগার বন্ধুদের সকাল ১০টায় অবশ্যই বসুন্ধরায় উপস্থিত থাকবেন। আর সম্ভব হলে আজকে সন্ধ্যায় আজিজ সুপার মার্কেটে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বসুন্ধরার জন্য আমাদের একটা ট্রান্সপারেন্ট বক্স বা জার দরকার।

আপনারা যদি কেউ দুই দিনের জন্য আমাদের দিতে পারেন তো ভাল হয়। যদি দিতে পারেন তবে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।