সামনে পরীক্ষা , সবার দোয়া প্রার্থী স্মৃতিশক্তি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে এই স্মৃতিশক্তি লোপ পেতে পারে। যেমন, মনে আঘাত পাওয়া, মাথায় চোট পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি, ওষুধের কুফল, মাথার সার্জারি, খুব বেশি নেশা করা, খুব বুড়ো হয়ে যাওয়া প্রভৃতি।
স্মৃতি লোপ পেলে প্রভাবটা আসলে পড়ে মাথায়ই। মাথার মধ্যে থাকে নিউরণ।
এই নিউরণ সকল স্মৃতির কেন্দ্র। যেভাবেই হোক এই নিউরণ আক্রান্ত হলে মানুষের স্মৃতি লোপ পায়।
মাথার ভেতর এই নিউরণের কাজ হলো চারপাশে, শরীরে, মনে যা কিছু ঘটছে তার হিসাব রাখা। তাই নিউরণের কোনো সমস্য হলে স্মৃতিরও সমস্যা দেখা দেয়। অনেকটা কম্পিউটারের মাদারবোর্ডের মতো।
তবে কারো কারো স্মৃতি লোপ পাওয়ার পর মাঝে মাঝে তা ফিরে আসে। কিন্তু এর প্রতিক্রিয়া থেকেই যায়। এছাড়া পেটে ঘা, হাই ব্লাডপ্রেসার, হাঁপানি প্রভৃতি রোগের ফলেও স্মৃতিশক্তির গোলমাল দেখা যায়
এখানে আরও কিছু তথ্য পাবেন
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।