ডিমেনসিয়া এমন একটা রোগ যে, রোগী কিছুক্ষন পর পর সব ভুলে যায় ।
রোগীর স্মরন ক্ষমতা ক্রমে ক্রমে কমে যায়। সে কোনো কিছু মনে রাখতে পারে না। নাস্তা করার পরেও হয়তো আবার নাস্তা খেতে চায়। ক্রমে ক্রমে অবস্হার অবনতি ঘটতে থাকে।
একসময় কাছের অতি-পরিচিত লোকজনদেরও চিনতে পারেনা । নিজের ছেলেমেয়েদের নাম পর্যন্ত ভুলে যায়, চিনতে পারেনা। রোগীর অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে, ঘুম কমে যায়। রোগীকে নজর না রাখলে বাসা থেকে বের হয়ে যেতে পারে । কিছু মনে না থাকায় বাসায় ফিরে আসতেও পারবে না ।
সাধারনত শেষ বয়সে/ বুড়ো বয়সে এই সমস্যা দেখা দেয়। কারো এ রোগ থাকলে অবহেলা না করে কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সায়কিয়াট্রিস্ট দেখান।
এইখানে ক্লিক করেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।