আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্মৃতিশক্তি পরীক্ষা। সবার অংশগ্রহণ বাধ্যতামূলক। দেখা যাক, কার কার স্মৃতিশক্তি প্রখর?

জানতে চাই, জানাতে চাই বিটিভি তে "আলিফ লায়লার" জন্য বরাদ্দ ছিল আধা ঘন্টা সময়। আর এই আধা ঘন্টার মাঝে ১৫ মিনিট হত বিজ্ঞাপন। চলুন ঘুরে আসা যাক সেই সময়ের কিছু বিজ্ঞাপন থেকে। *** জাম্প, জাম্প , জাম্প, জাম্প কেডস। (জাম্প কেডস) *** দেখ, দেখ, দেখরে রঙেরই বাহার, দেখ রোমানার বাহার।

(রোমানা পেইন্ট) *** কি নতুন জামাই, এই রাইতে দিমু নাকি এক খান? বার বার আসনের কাম নাই, পুরা প্যাকেটই দাও। (এ্যলিফেন্ট কিং মশার কয়েল) *** শীতে ফেটেছে ঠোঁট, হৃদয়ে লেগেছে চোট, সেই ফাটা ঠোঁট দেখে মনে লাগে চোট। (মেরিল লিপজেল) *** রং, রং, রং, রং, রং, পেইলাক মনের মত রং। (পেইলাক রং) *** ডিপ্লোমা দুধের সেরা দুধ ডিপ্লোমা। (ডিপ্লোমা দুধ) *** যে দেশে গরু খায় বারো মাস সবুজ ঘাস, সেই দেশ দুধের দেশ নিউজিল্যান্ড।

(এ্যংকর মিল্ক) *** মা করছে রান্না, খেলা ধুলা আর না, চল গিয়ে দেখি, মা রাঁধছে কি? ও নুডুলস? (কোকোলা নুডুলস) *** জেমস, জেমস, জেমস, কোকলা চকলেট জেমস। (কোকোলা জেমস) *** ফিনলে চা, আসল চা। (ফিনলে চা) *** বেশি স্বাদ, বেশি লাভ, বেশি কাপ চা, স্টার-শিপ এই বেশি কাপ চা। (স্টার শিপ কন্ডেন্সড মিল্ক) *** তিব্বত ল্যাদার শেভিং ক্রিম, শেভ মসৃণ প্রতিদিন। (তিব্বত শেভিং ক্রিম) *** তু রু রু তাত-তা, উল লি লি লি পাপ্পা, উম্মা জু জু জু জা, সোনাজাদুমনি পা রা প্পা পা, পারাপ্পা সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে।

(মেরিল বেবি লোশন) *** হুইল ছাড়া আমার চলেই না, হুইল তো আমার সংসারেরই একটা অংশ। (হুইল ওয়াশিং পাউডার) *** ছিল্লা কাইটা লবন লাগাইয়া দিমু, কি লবন দিবা? লবনের আবার রকম কি? আছে ভালো মন্দ দুইটাই আছে। (মোল্লা সল্ট) *** রাত আর দিন ভাই, রাত আর দিন, মধুমতি লবণে আছে আয়োডিন। (মধুমতি লবন) দেখেন তো বাদ পড়ল কোনগুলা? বাদ পড়াগুলো আপনারা নিজ দায়িত্বে বের করুন। দেখা যাক, কার কার স্মৃতিশক্তি প্রখর? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.