সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ -১৪ (সুখীমানুষ ও অসুখীমানুষ)
: (চুপ)
: (চুপ)
: শুরু করো
: শুরু না শেষ?
: যা আছে মনে
: তোমার নেই?
: আছে
: বলো
: তুমি ডেকেছো
: তবে তাই হোক
: (চুপ)
: আজ হতে আমি কেউনা
: সন্দেহ?
: অবিশ্বাসও
: সত্যটা জানবেনা?
: আড়াল করেছো অনেক
: কিছুটা আড়াল রাখতে হয়
: কেন?
: নগ্ন দৃষ্টি ভয়ংকর বলে
: সব জানতে চেয়েছিলাম
: সম্পর্ক আরো খারাপ হতো
: এখন ভালো?
: ভাবিনি বিশ্বাস হারাবে
: আমিওনা
: স্পাই হতে কেন গেলে?
: সন্দেহ বলে
: তবে দূরে যাওয়াই ভালো
: (চুপ)
: যেখানে বিশ্বাস নেই, ভালবাসা সেখানে বন্দী
: আজ হতেই তবে
: হ্যাঁ
২৪-০৯-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।