আজ ২১শে রমজান। এই দিনে প্রথম মুসলমান, মহাবীর, আসমানী তরবারী জুলফিকারের অধিকারী, বিশ্বনবীর জামাতা, নারীদের সর্দার ফাতিমার সহধর্মিণী, জান্নাতের যুবকদের সর্দার এর পিতা, শিয়াদের প্রথম ইমাম, সুন্নীদের চতুর্থ খলিফা হযরত আলী (আঃ) এই দুনিয়াকে বিদায় জানিয়ে পরপারে চলে যান। যার জন্ম হয়েছিল পবিত্র কাবা ঘরে যা ছিল আল্লাহর ঘর আবার শাহাদত বরণ করেন পবিত্র মসজিদে কুফা যা ছিল আল্লাহর ঘর। এমন সৌভাগ্যে অধিকারী আর কে আছে যে, আল্লাহর ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরেই শাহাদত বরণ করে। বিশ্বে এই প্রথম কোন ব্যক্তির কাবা ঘরে জন্ম আর মসজিদে তাঁর শাহাদত। জানিনা ভবিষ্যতে কখনও কারো এমন সৌভাগ্য হবে কি-না। আজকের এই মহান শোক দিবস উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে জানায় শোক সমবেদনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।