এই ইট-পাথরের শহরে থাকতে থাকতে বিবর্তনের মাধ্যমে মানুষ থেকে ভুত হতে চলেছি ফেসবুকে একখানা ছবি দেখলাম, কাবা শরীফের উপর একটু আলোর ঝলকানি। ছবিতে বলা হচ্ছে সেই আলোটি হচ্ছে ফেরেশতা। আর যে উক্ত ছবিটি শেয়ার করবেনা সে কাফের হয়ে যাবে। তাদের নির্দেশ অনুযায়ী আমি কাফের হয়ে গেছি। অবশ্য শেয়ার করে ঈমানদার হওয়ার চেয়ে কাফের হওয়াটা আমার কাছে গর্বের।
আমি কাফের হয়েই মৃত্য বরণ করতে চাই তবুও ওমন ঈমানদার ব্যক্তি হতে চাইনা।
আমার মতে একটা আইন করা উচিৎ, যেখানে বলা থাকবে ইন্টারনেট ব্যবহার করতে হল
ে ফটোশপ শেখা আবশ্যক। যিনি ফটোশপ পারবেন না তাকে ইন্টারনেটের লাইন দেয়া হবেনা। ফটোশপ শিখলে অন্তত আইডিয়া হবে যে উক্ত ছবিগুলো সব ফেক এবং ধর্মব্যবসায়ীদের কাজ। উক্ত ছবিতে প্রায় ৭৫০০ শেয়ার ও ১২০০ মন্তব্য এবং ২৫০০ লাইক।
যে কোন পোষ্টে শেয়ার, মন্তব্যর চেয়ে লাইক বেশি থাকে। কিন্তু এখানে কাফের হয়ে যাওয়ার ভয়ে লাইকের চেয়ে শেয়ার এর পরিমাণ বেশি। আর মন্তব্যগুলোই, সুবাহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঝাঝাকাল্লা খয়রান ইত্যাদি মন্তব্য করা।
এখন এইসব মুসলিমদের বলদ বলে গালি দিলে মুমিন বান্দারা আমাকেও গালি দেয়া শুরু করবেন যদিও এতে আমার কোন আপত্তি নেই। বলদকে আমি সারাজীবন বলদই বলে যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।