আমাদের কথা খুঁজে নিন

   

কাবা শরিফের আবরণ 'কিসওয়া'

মুসলমানদের অত্যন্ত পবিত্র 'কাবা' ঘরটি একটি মূল্যবান কাল কাপড়ে আবৃত থাকে। এটাকে বলা হয় কিসওয়া। প্রতি বছর পুরোনো কিসওয়া খুলে সেটাকে টুকরো টুকরো করে কেটে কিছু বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিদেশী বিশিষ্ট অতিথিদের দেয়া হয়। কিসওয়া তৈরী হচ্ছে। এটার বর্তমান দাম প্রায় ১৭,০০০,০০০ রিয়াল।

এটার আয়তন ৬৫৮ বর্গমিটার আর এতে ৬৭০ কিলোগ্রাম সিল্ক লাগে। এটার এমব্রয়ডারিতে ১৫ কেজি সোনার সুতো থাকে। এতে ৪৭ টুকরা কাপড় থাকে আর প্রতিটি টুকরা ১৪ মিটার লম্বা ১০১ সে:মি চওড়া। কাবা শরিফের চারিদিকটা কিসওয়া দিয়ে আবৃত করা থাকে আর এর নীচের দিকটা পিতলের আংটা দিয়ে মাটির সাথে আটকানো থাকে। এই পবত্রি কাপড়টি আগে মিশরে বানানো হত।

তখন এর কাচা মাল আসত ভারত, সুদান, ইরাক ও মিশর থেকে। ১৯২৭ সাল থেকে এটা সৌদি আরবেই তৈরী শুরু হয়। সুত্র:উইকিপিডিয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।