লাইভ কাবা শরীফ
সারা পৃথিবীর মুসলমানদের একমুখী করার উদ্দেশ্যে , একতাবদ্ধ রাখার উদ্দেশ্য যে কেন্দ্রের দিকে তাদেরকে নিবিষ্ট হবার নির্দেশ দেয়া হয়েছে , তা হলো পবিত্র কাবা শরীফ । মুসলিম জাতির একতাবদ্ধ চেতনার জন্য এ ঘর একটি বড় নিয়ামক । মুসলমানরা কখনও সংকীর্ন ভৌগোলিক জাতীয়তাবাদী হতে পারেনা । তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব সমগ্র বিশ্বব্যাপী । কারন, মুসলমান জাতিকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে শান্তির দিকে, কল্যানের দিকে, আল্লাহর রহমতের দিকে আহবান জানানোর ।
পৃথিবীর জন্য কাজ করতে হলে অবশ্যই দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ন হতে হবে সর্বপ্রথমে । বর্তমান পৃথিবীর বাস্তবতায়, ভৌগোলিক সীমারেখাকে মেনে নিয়েও আন্তর্জাতিক মানসিকতা অর্জন করতে পারাটা বড় সাফল্য ।
কাবাঘরের প্রতি দুর্নিবার আকর্ষন প্রতিটি মুসলমানই অন্তরে ধারন করেন । তবে সবার পক্ষে সম্ভব না , আল্লাহর ঘর হিসেবে পরিচিত এ ঘরের জিয়ারত করা । হজ্জের মত ফরজ ইবাদতকেও আল্লাহ কেবলমাত্র সম্পদশালি লোকদের জনই ফরজ করেছেন ।
আপাতত পবিত্র কাবা শরীফকে দেখে নেই লাইভ ওয়েব ক্যামে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।