আমাদের কথা খুঁজে নিন

   

বেসিসের নতুন সভাপতি শামীম আহসান

বেসিসের নবনির্বাচিত কমিটিতে আরও রয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লি.-এর চিফ অপারেটিং অফিসার ও আইআল কর্পোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ আলমাস কবির (সিনিয়র সহ-সভাপতি), বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল (সহ-সভাপতি), টিম ক্রিয়েটিভ ও চ্যাম্পস২১ডটকমের প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ (মহাসচিব), সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান (যুগ্ম মহাসচিব), টেকনোবিডি ওয়েব সলিউশন্সের প্রধান নির্বাহী শাহ ইমরাউল কায়ীশ (কোষাধ্যক্ষ), বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর (পরিচালক), উইন্ডমিল ইনফোটেক এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ (পরিচালক) ও টেকনোভিস্তা লিমিটেডের পরিচালক নাভিদুল হক (পরিচালক)।
নবনির্বাচিত সভাপতি শামীম আহসান বেসিসের ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা শামীম আহসান ই-কমার্স প্রতিষ্ঠান এখনিডটকমের প্রধান নির্বাহী এবং সফটওয়্যার প্রতিষ্ঠান বেঞ্চমার্ক ইজেনারেশন লি.-এর চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক। তিনি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের অন্যতম সদস্য। এ ছাড়াও তিনি এফবিসিসিআইয়ের ইনভেস্টমন্টে অ্যান্ড আউটসোর্সিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘বাংলাদেশের সেরা তরুণ উদ্যোক্তা’ পুরস্কার বিজয়ী।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.