আমাদের কথা খুঁজে নিন

   

বেসিসের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ১৫তম বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর শনিবার সংগঠনের ঢাকাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। তিনি আগামী জুন ২০১৪ অবধি অর্ধবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করেন। এ ছাড়াও বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ ২০১৩ সালের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপনা করেন।

২০১২-১৩ অর্থ বছরের নীরিক্ষা প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ শাহ ইমরুউল কায়ীশ।

বেসিস সদ্যস্যরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ, সচিব হাসিম আহমেদ।

শামীম আহসান বলেন, রাজনৈতিক সহিংসতা দেশের আইটি ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এ অবস্থায় দ্রুত রাজনৈতিক সমাধান না হলে এবং সরকারের সহযোগিতা পেলে আগামী পাঁচ বছরে এ খাত থেকে ১০০ কোটি ডলার রপ্তানি করা হবে। অন্যদিকে ১০ লাখ আইটি প্রফেশনাল তৈরি এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। উপস্থিত সদস্যরা পরিকল্পনার ওপর পর্যালোচনা ও বেসিসের বিভিন্ন কার্যক্রমের পরামর্শ দিয়ে থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.