দেশে বেসিসের উদ্যোগে প্রথমবারের মতো 'কম্পিউটার বিজ্ঞান শিক্ষা' সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকালে বেসিস সভাকক্ষে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। বক্তব্য রাখেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহের আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ, বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সাবেক সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন বেসিস সচিব হাশিম আহম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে কম্পিউটার সায়েন্সে তাদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শামীম আহসান বলেন, ২০২০ সাল নাগাদ ইউরোপ ও আমেরিকায় তথ্যপ্রযুক্তি খাতে লাখ লাখ জনবলের সংকট আছে। এ বিপুলসংখ্যক জনশক্তির চাহিদা যে সম্ভাবনা তৈরি করেছে তা পূরণে বাংলাদেশের শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় অধিকতর আগ্রহী করে তুলতে হবে।
* ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।