সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ -১২ (অপরিচিত ফোনে)
: স্যার কিছু অইলো?
: নাহ
: অইবোনা
: কিভাবে বলো!
: দরকার বেশী অইলে চাকরী অয়না
: (চুপ)
: হইলে ভালো না হইলে আরো ভালো ভাব লন
: (দীর্ঘশ্বাস) হুমম..
: তাইলে চাকরী নিশ্চিৎ
: ভালো কইছো..
: হ, আইজ আমদানি ভাল
: হুমম...
: দুই'শ পার অইছে
: বাসায় চলে যাও
: টার্গেট তিনশ পঞ্চাশ
: এত?
: হ ঈদের বাজার
: যাই?
: না খাওয়াইয়া ছাড়মু?
: আরএক দিন
: বেকার, তবু প্রায়ই দেন
: তাতে কি?
: আমার তো বানিজ্য অয়
: (চুপ)
: দুঃখ অয় স্যার
: কেন?
: শিক্ষিতের বেতন আমার বানিজ্যত্থন কম!
: হুমম
: আর আপনার চাকরী অয়না? ইডি দুনিয়া!
: যাই আজ?
: অন্ধের অনুরোধ ফিরাইছেন কোনদিন?
: না
: তবে আইজ যাই যাই করেন কেন?
: মনটা ভালো নাই
: বলা আছে, ঐখানে খাইয়া আসেন
: কেন এত ভালোবাসো?
: বাসিনাতো? ফেরত দেই!
২১-০৯-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।