শিল্পির তুলিতে একুশ বাংলার পতাকায় ঐ দেখ জনতা শহীদ ভাইয়ের মুখের হাসি যারা রেখে গেল প্রান প্রান ফসলের দান তাদের মুখচ্ছবি উটে ভাসি । তাই তোমরা চির জাগরিত থাক কৃষাণের লাঙ্গলে মাটে যৌবনা নদীর কলধ্বনি জেলের নায়ে জুনাক জলা রাতে তোমরা চির জাগরিত থাক নব জাত শিশুদের কলতানে রাখালিয়া বাঁশিতে আর মুয়াজ্জিনের মধু ভরা আযানে তোমরা চির জাগরিত থাক পাট শালা আড্ডা চাখানায় ফাগুনের অগ্নি ঝরা শহীদ মিনারে ফুল পাখির ডানায় তোমরা চির জাগরিত থাক বৈশাখী ,পৌষ ,পার্বণে পল্লী বালার শিশির ঝরানো গমন পথে , বেনুবনে তোমাদের লাগি আজি খুলে যাক যত রুদ্ধ দোয়ার বিশ্ব বুকে জাগ্রত দ্বারে ডানা মেলুক আমার মাতৃভাষার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।