মানুষ বাচেঁ তার কর্মে!
আমি আমার কম্পিউটারে কয়েকদিন আগে “Age Of Empire 2” গেমস্টি ইন্সটল করেছিলাম। সুন্দর একটা গেম ; কিন্তু সুখ বেশিদিন কপালে সইলো না ।
গেমটি প্রথমবার খেলে Exit করলে Microsoft এর Security Center থেকে এক টি বার্তা আসে যে এই গেমটার কিছু Features Block করতে চায়। আমি ক্লিক করলাম Block এ। তারপর থেকে কম্পিউটার রিস্টার্ট দেয়।
গেম খেলা অবস্থায়, আবার Normally কম্পিউটার চালু রাখলে ও।
আমার Ram এর সংখ্যা তিন। একটি 512, অন্যদুটি 256।
ভাবলাম Ram গুলুর Bass rate এ Conflict এর কারণে এরকম রিস্টার্ট দিতে পারে।
প্রত্যেকটি Ram উলট-পালট করে লাগিয়ে দেখলাম; তারপর ও রিস্টার্ট দেয়।
সর্বশেষ একটি 256 Ram লাগিয়ে দেখলাম , কিছুক্ষণ থাকলো তারপর যেই লাউ সেই কদু !
অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল দিলাম(Xp professional service pack 2 ), তারপর সব ঠিক ! গেমস্টা আবার ইন্সটল করলাম, তারপর খেলা শেষে আবার সেই Features Block এর বার্তা । এবার দিলাম Unblock, এরপর ও কোনো লাভ নেই।
কম্পিউটার অনবরত রিস্টার্ট দিচ্ছে । এটা দেখে “Age Of Empire 2” গেমটি আনইন্সটল করে দিলাম । Pc আবার ঠিক ।
বলা বাহুল্য যে Ram তিনটাই লাগানো ছিল । গতকাল রাতে অনেকক্ষণ ব্লগে ছিলাম আজকে ও অনেকক্ষণ ধরে এই লেখাটা লিখলাম; কিন্তু Pc কোনো Restart বা Disturb করে না !
এখন আসল কথা হলো “AOE 2” গেমটা আমার মনে ধরে গেছে ।
ওটা এখন আমি যেভাবেই হোক খেলতে চাই । দরকার হলে অপারেটিং সিস্টেম পাল্টিয়ে ও। কিন্তু সমস্যাটা যে কোন জায়গায় সেটাই আমি এখন বুঝতে পারতেছি না ।
উল্লেখ্য, এই Features Block এর বার্তাটা অন্য আর যারা এই গেমটি খেলছে, তাদের সবার কম্পিউটারেই আসে এবং তারা Block/Unblock যাই দেক না কেন তাদের কোনো সমস্যা হচ্ছে না ।
উল্লেখ্য, এই গেমটি Microsoft Corporation এর এবং গেমস্টির "Read me" ফাইল এ বলা আছে যে এটার "CD" সিডি রমে ঢুকিয়ে তারপর খেলতে হয় ।
কিন্তু, আমাদের দেশে তো আর ‘Original CD’ পাওয়া যায় না । আমাদের দেশের এরা কিভাবে যেন এটাকে Minimize করে ফেলে, "CD" ঢুকিয়ে আর খেলতে হয় না। এরকম চোরা গেম খেলতে গেলেই আমার ক্ষেত্রে বিপত্তিটা বাধে !
এর আগে "Euro 2008" নামে একটা ফুটবল গেম একইরকম বিপত্তি বাধিয়েছিল।
ওটা ও Originally “CD” ঢুকিয়ে খেলার কথা ছিল । কিন্তু আমাদের দেশে এটাকে Customize করে “CD” ছাড়া খেলার ব্যবস্থা করে দিল । সবাই খেলতে পারল এবং এখন ও খেলছে কিন্তু আমি এই অভাগা খেলতে পারলাম না । ঐ একই সমস্যা Restart ! দিলাম গেম আনইন্সটল করে, তারপর সব ঠিক !
এখন এই পরিস্থিতিতে আমি খুবই হতাশ । কি করব বুঝতে পারছি না ।
Operating System বদলাবো নাকি কি করব, আমার মাথায় কিছুই ধরছে না !
আর Operating System বদলিয়েই বা লাভ কি,যদি আবার এই একইরকম সমস্যা করে ! মাদারবোর্ডে সমস্যা কি না কে জানে ? আর মাদারবোর্ডে সমস্যা থাকলে, এখন চলছে কি করে ?
অনেক আশা নিয়ে এই ব্লগে আমার সমস্যার কথা লিখলাম, কেউ কি পারবেন এই অভাগাকে একটু সাহায্য করতে ?
আমার ফুল কম্পিউটার কনফিগারেশন নিচে দিয়ে দিলামঃ
Moterboard : Intel _D865GBF
Processor : Intel (P 4) 2.4 GHz
RAM : 1GB (512 একটি, 256 দুটি)-সবগুলুই Twinmos
AGP : Nvidia Geforce 6200 (128 MB); 8x engine
Direct X : 9.0c
Operating
System : Windows Xp Professional (5.1,Build 2600)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।