একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।
প্রয়োজন ছিলো না, ঘটনার বাস্তব ও অবাস্তবতা খুঁজে। সত্যিই
এইখানে ত মৃত্তিকা ছিলো।
ছিলো উর্মিমালা সাগর। ছিলো দিগন্ত
ছোঁয়ার স্বপ্ন। ছিলো শাদা ধবল বক। এইখানে এই বালুতীরে আমরা হেঁটেছিলাম।
নেচেছিলাম ভ্রমরার নাচনে।
দ্যাখেছিলাম জ্যোৎস্নার ভরায়। দ্যাখেছিলাম
সন্ধ্যের নগ্নতীরে স্বপ্ন শ্যাষে নগ্নতায়।
ঘটনাগুলো মিথ্যে হয়তো নয়। কিন্তু কল্পনায় যেতে বড়ো ভয় হয়। এইখানে
ত আমার বিশ্বাস ছিলো।
ভালোবাসা ছিলো। আজ উড়ে গ্যাছে
নীল আকাশ বাষ্পে, সেসব।
আজ জুড়েছে সেইখানে বেদনা, শুধু হতাশায় নয়-কিছুটা অবিশ্বাসেও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।