আরেকটা বাস্তব ঘটনা (শোনা)। কিছুক্ষন আগে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে হঠাৎ PEACE টিভি তে দেখি তারাবীহ্ লাইভ দেখাচ্ছে। দেখে মনে পড়ল ঘটনাটা।
এক গ্রামের ছেলে সৌদীতে থাকেন। একবার ছুটিতে বাড়ী ফিরলে সাথে সৌদী জোব্বা ও মাথায় দেয়া রুমালও সাথে আনেন।
উনার ছোট ভাই এর একদিন শখ হয় সেই সৌদী পোশাক পরবে।
সৌদী পোশাক গায়ে চড়িয়ে মাথায় রুমাল দিয়ে (পোশাকটার একটা নাম আছে, এই মূহূর্তে মনে পড়ছেনা) সে বের হয়ে হাটের দিকে রওয়ানা হল। হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ মাগরিবের ওয়াক্ত হলে সবার সাথে সে নামাজ আদায় করতে হাটের মসজিদে ঢোকে। এদিকে তার জোব্বা দেকে সবাই বিরাট আলেম মনে করে তেকে দেয় ঈমামতি করতে। এদিকে বেচারা ভালমত নামাজই পড়া জানেনা।
এখন কি করে?
নামাজ শুরু হল। প্রথম রাকায়াতে সুরা পড়ে রুকু সেরে সিজদায় যায় সবাই। সিজদায় গিয়ে সে এক লম্বা সময় লাগে। .. সময় যায়... কিন্তু ঈমাম সিজদা থেকে উঠতে বলেনা। একজনের এতে সন্দে হলে মুখ তুলে চেয়ে দেখে ঈমাম সাহেব পলাতক।
আসলে হাটের সেই মসজিদটা ছিল বেড়ার তৈরী এবং তা ভাঙ্গা ছিল যার ফোকর গলে ঈমাম সবাইকে সিজদায় রেখে পলায়ন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।