আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।
আসসালামু আলাইকুম।
আমার অনেক দিনের আশা - মক্কা-মদিনা যাওয়া। সেই ছোট বেলা থেকে দেখে আসছি আব্বু প্রতি বছর রমাদানে সৌদী আরব যান । আমার জন্মের আগে আমার পরিবারের সবাইকে আব্বু নিয়ে গিয়েছিলেন ।
আমি ছোট থাকতে সব সময় সৌদী আরব যেতে জিদ ধরতাম । আব্বুর ব্যাগ এ আমার জামা ঢুকাতাম ।
আব্বু যাওয়ার সময় আমাকে ভুলিয়ে অন্য জায়গায় পাঠাতেন আর আমি এসে দেখতাম আব্বু নেই।
এরপর যখন একটু বড় হলাম, তখন বুঝলাম টাকার ব্যাপর। তখন আববু যখন বলতাম, আব্বু বলতো যে এইবার রমাদান এ যদি হাতে কিছু টাকা থাকে তাহলে নিয়ে যাব ইনশা আল্লাহ । আব্বু আমাকে নিতেন না দেখে দেশের ভিতরে কোন প্রোগ্রামে গেলে আমাকে নিয়ে যেতেন। যার কারণে আমি দেশের ভিতরে অনেক জায়গায় গিয়েছি।
অবশেষে আজ জখন ১৬ বছরে পা রাখলাম, তখন আমার মন একটি ভিন্ন আনন্দে দোলা খাচ্ছে। কারণ সেই সৌদী আরব যাওয়া। আব্বু গতকাল পাসপোর্ট নিয়ে গেছে ভিসার জন্যে। এখন শুধু অপেক্ষা কবে আব্বু রওনা দিবে। আমার এতো দিনের আশা এবার পূরণ হতে যাচ্ছে ইনশা আল্লাহ।
আব্বু বলেছে আগামী মাসের ৩-৪ তারিখের মধ্যে যাবেন। শুধু এই কথাতেই ভয়। আব্বুর টাইমের কোন ঠিক নেই। কতো দিন লাগে, তা আল্লাহই ভাল জানেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।