আমাদের কথা খুঁজে নিন

   

এবার দেবপ্রিয়ের বাসায় ইউনুস-আবেদ-মজীনা

লড়াই করে জিততে চাই

সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের গুলশানের বাসায় আজ বৈঠক হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার। দুপুরে তারা দেবপ্রিয়র বাসায় যান। বেলা দুইটায় তাদের বৈঠক শেষ হয়। তবে কী বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে, সে সম্পর্কে জানা যায়নি। বৈঠকে দেবপ্রিয় ভট্টচার্য্ও উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দেবপ্রিয়র বাসায় গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ আহমেদ, আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, কানাডার হাইকমিশনার হিথার ক্রুডেন। সেদিন তারা প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করেন। রাত আটটার দিকে দেবপ্রিয়র বাসায় যান এবং রাত ১১টায় সেখান থেকে বেরিয়ে আসেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সূত্র নিশ্চিত করেছিল। বৃহস্পতিবারের বৈঠকে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ড. রেহমান সোবহান, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুও উপস্থিত ছিলেন।

নতুন বার্তা/মোআ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.