বাসায় ফিরেই বুঝলাম হাওয়া গরম। ইফতারির আগে ঠিক কাজের যে চাপ তার চেয়ে উত্তেজনার চাপই বেশি মনে হল। যা শুনলাম তার সারমর্ম হল - সব বাসায় ইফতারি পাঠানো হয়েছে। বাড়িওয়ালার বাসাতেও দেয়া হয়েছে। তো ইফতারিতে মাল্টাও দেয়া হয়েছিলো। মাল্টা কাটতে গিয়ে রস পড়ে যাচ্ছিলো বলে মাঝের সাদা অংশটা কেটে দেয়া হয়নি। তাই বাড়িওয়ালার বউ কাজের মেয়েকে বলেছে, " কি কাজ শিখেছো, কিভাবে কেটে দিতে হয় জানোনা" !
এখন কাজের মেয়েকে একথা বলায় আসলে গায়ে লেগেছে গৃহকর্তীর ! তেলে বেগুনে জ্বলে উঠেছেন উনি! হাওয়া তাই গরম।
যদিও সিলি ব্যাপার, তার পরও আমার মনে হয়েছে এরকম মন্তব্য অপ্রত্যাশিত । কারো বাসায় এরকম কিছু দিলে, তার বদলে আবার পাল্টা অযাচিত মন্তব্য করাটা খুব একটা শালীন মনে হলনা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।