সৃষ্টির মাঝেই স্রষ্টার রহস্য।
আমাদের দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন এখনও ডাক্তার ও ইঞ্জিনিয়ারিংয়ে আটকে আছে। অধিকাংশ ক্ষেত্রেই এটা তাদের আগ্রহের বিষয় নয়। বরং ভবিষ্যতে নিশ্চিত জীবন লাভের জন্য চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। শুধু অভিভাবকই নয়, শিক্ষার্থী নিজেও নিজের ওপর সিদ্ধান্ত চাপায়।
আজকাল তো বিবিএ-র চাহিদা অতিমাত্রায় লক্ষণীয়। এমনকি এই বিবিএ আমাদের চিরাচরিত ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ের ভিত নড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীরা মেডিকেল, বুয়েটে চান্স পেয়েও বিবিএ-র জন্য ভর্তি হয় না। উদ্দেশ্য আগেই মতই, আগ্রহের বিষয় নয়, বরং নিশ্চিত ভবিষ্যৎ।
আরাধ্য পেশাগুলোর চেয়েও বিবিএ-র এই চাহিদার পেছনে খোরাক জোগায় Multinational company গুলো।
তাদের high salary, comfortable environment, status শিক্ষার্থীদের চুম্বকের মত আকর্ষণ করে।
{ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রকৃত স্বরুপ আমাদের অনেকের কাছেই পরিস্ফূট নয়। পরিষ্কার করে বলতে গেলে আরেকটি পোষ্ট হয়ে যাবে। আসলে সাম্রাজ্যবাদের মূল হোতাদের মধ্যে এইসব মাল্টিন্যাশনাল কোম্পানি অন্যতম। এদের প্রকৃত উদ্দেশ্য, কার্যক্রম, উদ্দেশ্য সফল করার প্রয়াস নিন্দনীয়।
পরের মাথায় কিভাবে কাঠাল ভেঙে খেতে হয় কিংবা কইয়ের তেলে কিভাবে কই ভাজতে হয় তা এদের চেয়ে ভাল কেউ জানে না। }
বাংলাদেশের চাকরির বাজারের চিত্র কারো কাছেই অবিদিত নয়। হঠাৎ করে চাকরির বাজার সৃষ্টি হবার কারনে সবাই হুমড়ি খেয়ে বিবিএ পড়া শুরু করে। আর বাঙালি তো হুজুগের জাতি, হুজুগে দৌড়ে বেড়ায়।
আমার জানা মতে, বর্তমানে এমন কোন প্রাইভেট ভার্সিটি নেই, যারা বিবিএ অফার করে না।
কিন্তু ধীরে ধীরে যখন দেশে বিবিএ ডিগ্রীধারীদের চাহিদা ফুরিয়ে আসবে (ফুরিয়ে এসেছে প্রায়) তখন দেখা যাবে দেশে প্রচুর বিবিএ পাশ করা শিক্ষার্থী আছে অথচ চাকরি নেই। এভাবেই অসামঞ্জস্য চাকরির বাজার তৈরী হয়।
বিবিএ-র আকাশচুম্বী চাহিদার কারনে অনেকে 'ক' সাবজেক্টর ইয়ার ফল করে বিবিএ-তে ভর্তি হয়। পরে সেই 'ক' সাবজেক্টের শিক্ষার্থীদের অপ্রতুলতার কারনে চাহিদা বেড়ে যায়। একারনে কলেজ পাশ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সময় সাবজেক্ট পছন্দ করার ক্ষেত্রে দ্বিধান্বিত হয়।
কারন, চার বছর পড়াশোনার পর সে যখন পাশ করে বের হবে, তখন বাজারে কোন সাবজেক্টের চাহিদা থাকবে তা নিশ্চিত নয়।
এখন তো আবার শুনি BBA-র চেয়ে CAT/ACCA-I/ACCA-II করলে চাকরির সম্ভবনা আরও বেশি। গাধার নাকে মূলা ঝুলালে গাধা তো দৌড়াবেই। এসব কারনে দেশে অনেক প্রতিভা ভুল কারনে অঙকুরেই নষ্ট হয়ে যায়। ....
শিক্ষা এবং আমার কথকতা।
- পর্ব : ২।
তৌসিক আহম্মেদ। ছাত্র।
ইমেইল অ্যাড্রেস:
ব্লগ অ্যাড্রেস: http://www.somewhereinblog.net/blog/Tausiq
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।