বন থেকে বন মাঠের পর মাঠ নদী-জল-পর্বত এমনকি সমুদ্রসৈকত ঘাটলাম কোথাও গাধার দর্শন মিললো না। মনটা এবং সাথে জীবনটাকে অর্থহীন যাদুঘর ভেবে হাঁটছি শহরের অলিগলি কোথাও গাধা নেই! বিষন্ন মনে অনর্থ সন্ধান শেষে ফিরলাম নিজ গৃহে, দাঁড়ালাম দেয়ালে দোলানো দর্পণের সামনে সরাসরি, অবাক বিস্ময়ে দেখলাম - প্রিয়তর দর্পন জুড়ে আস্ত এক গাঁধা দাঁড়িয়ে ! ........sa.nannu,29.09.2012
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।