বাংলা একাডেমী
বায়ান্নের ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ বাংলা একাডেমী বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী এক অনন্য জাতীয় প্রতিষ্ঠান। বাংলা একাডেমী বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা এবং রাষ্ট্রের ভাষাও বাংলা। কিন্তু এই রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভের পিছনে রয়েছে এক বীরত্বপূর্ণ সংগ্রামের এবং এদেশের আপামর জনগণের অপরিমেয় ত্যাগের গৌরবময় সংগ্রামের ইতিহাস। এই মহান সংগ্রামী ঐতিহ্যের সূত্র ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলা একাডেমী এবং এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।