যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
Click This Link পোষ্টে দেখলাম শিশু একাডেমী নিয়ে হাইকোর্টের দন্দ্ব। ভাই প্রতিষ্ঠানের নাম বংগবন্ধু শিশু একাডেমী বা শেখ রাসেল একাডেমী করে দেন, টিকে যাবে, কারো বাবাও এর কিছু করতে পারবেনা !
আরো কিছু করণীয় :
শিশু একাডেমীর পরিচালক -প্রধান পত্রিকায় সরকারী খরচে জন নেত্রীকে অভিনন্দন জানাবেন ।
আর প্রতি বছর ১৫ই অগাষ্ট একদল শিশু নিয়ে বংগবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিবেন, পরিচালকের নেতৃত্বে ।
প্রধান মন্ত্রীর বিদেশ সফরের আগে পরে লািন ধরে শিশুদের দার করিয়ে রাখবেন ।
কোন টিভি শোতে একাডেমীকে জাতির পিতার স্বপ্ন বলে আবেগঘন বক্ত্বতা দিবেন ।
ভাল উপডেশ দেবার বিনিময়ে আমার মোবাইলে ২০ টাকা পাঠিয়ে দিবেন, বিফলে মূল্য ফেরত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।