দি ইউটনেস গতকাল আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস উপলক্ষে ‘পোশাকঃ আবরণ ও ভূষণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেঃ নয়া দিগন্ত
নারীদেহকে পণ্যে পরিণত করার প্রক্রিয়ার বিরুদ্ধে হিজাব এক বলিষ্ঠ প্রতিবাদ। সমাজের বেশির ভাগ পুরুষ যদি তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং বেশির ভাগ নারী যদি সৌন্দর্যকে আবৃত করার অভ্যাস গড়ে তোলেন তাহলে সুন্দরী প্রতিযোগিতা আর মডেলিংয়ের চাহিদা অনেক কমে যাবে এবং ব্যবসায়িক লাভের জন্য নারী দেহকে পণ্য বানানোর প্রয়োজন পড়বে না।
আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে গতকাল এ কথা বলা হয়। জাতীয় প্রেস ক্লাবে ‘দি উইটনেস’ ও ‘এসেম্বলি ফর প্রটেকশন অব হিজাব’ এর উদ্যোগে দি উইটনেসের সভাপতি নাসিমা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব শাহ আবদুল হান্নান এবং দি নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।
বক্তব্য রাখেন মিটফোর্ড হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মিনা মমতাজ সাবেকা, সাহিত্যিক সাংবাদিক মাহবুবুল হক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ও দি ইউটনেসের সেক্রেটারি জেনারেল ড. শারমিন ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সহযোগী অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া।
বিচারপতি আব্দুর রউফ বলেন, ইদানীং এমন সব পোশাক পরিধান করতে দেখা যাচ্ছে যা আমাদের অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে। পোশাক শালীনতার সব সীমা অতিক্রম করছে। এটা করা হচ্ছে পশ্চিমাদের অনুকরণে।
কিন্তু পশ্চিমাদের কাছে ভোগবাদি দৃষ্টিকোণ ছাড়া আর কোনো দর্শন নেই। মুসলমানদের এই ভোগবাদী দর্শনের অনুকরণে পোশাক পরিধান করার কোনো সুযোগ নেই। আল্লাহ মানুষ হিসেবে আমাদের জন্য যে বিধান দিয়েছেন তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে।
শাহ আবদুল হান্নান বলেন, পোশাক-আশাক পরিধানে বিশ্বব্যাপী নোংরা চিত্র লক্ষ করা যাচ্ছে। এটাকে বন্ধ করা যাচ্ছে না।
পশ্চিমা বিশ্বে স্বাধীনতার পূজা আছে, কিন্তু স্বাধীনতা নেই। আধুনিক এই বিশ্বে পোশাক পরিধানের ক্ষেত্রে একটি সমঝোতার নীতি অবলম্বন করতে হবে। এ নিয়ে অতিরঞ্জিত কিংবা একেবারে ঢিলেমি কোনোটির সুযোগ নেই।
মোস্তফা কামাল মজুমদার বলেন, পোশাক হতে হবে ভদ্রোচিত। ইসলামে সেই ভদ্রোচিত শালীন পোশাক পরিধানের কথা বলা হয়েছে।
অথচ পশ্চিমাদের অনুকরণে আজকে অতি সংক্ষিপ্ত পোশাক পরাকে স্মার্টনেস মনে করা হচ্ছে। ডা. মিনা মমতাজ সাবেকা বলেন, হিজাব হচ্ছে গাইড লাইন। যেটার অনুসরণ করে মুসলিম নারীরা পোশাক পরিধান করবেন। এটা পর্দার একটা অংশ মাত্র। মাহবুবুল হক বলেন, পোশাক হচ্ছে সভ্যতার ব্যাপার।
ডিজাইন হচ্ছে সংস্কৃতির ব্যাপার।
মূল প্রবন্ধে ড. সৈয়দা সুলতানা রাজিয়া বলেন, বর্তমান বিশ্বে বিশেষ করে পাশ্চাত্যে পোশাক লজ্জা নিবারণ বা সৌন্দর্য বর্ধনের চেয়ে অন্যকে আকর্ষণ করার লক্ষ্যে বেশি ব্যবহৃত হচ্ছে। পোশাকের ডিজাইনের মূলনীতিতে লজ্জা নিবারণের বিষয়টি গৌণ হয়ে অন্যকে আকর্ষণ বা প্রলুব্ধ করার বিষয়টিই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে পোশাকের ফ্যাশনে নগ্নতার প্রাধান্য ঘটেছে, যা আবৃত করার পরিবর্তে মানুষকে নিরাবরণ করছে বেশি। অথচ ইসলামে লজ্জা নিবারণের বিষয়টিই মুখ্য।
পরে হিজাব এ্যালবাম মুহাজ্জাবার একটি মনোরম স্লাইড শো দেখানো হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।