আজ সকালে হঠাৎ লাকীর ফোন।
একবার রিং বাজলো কিন্তু আমি ফোন রিসিভ করলাম না। ভাবলাম এই জেদী মেয়েটা এতো দিন পর কেনো ফোন করলো আবার। বেশ কয়েকবার রিং হলো কিন্তু ধরলাম না ফোনটা। বেশ কিছুক্ষণ পর আবার যখন রিং বাজতে লাগলো তখন ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ।
মাসুদ ভাই বলে চিৎকার করে উঠলো। আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিবো। তবু যদি পারেন সেলিমকে দেশে আসতে বলুন। আমি বললাম সরি লাকী।
যেদিন সেলিম আমার কথামতো চলতো সেসময় তুমি আমার কোনো কথাই শোননি। আজ যখন তুমি আমার কাছে মিনতি করছো। ঠিক একই রকম ভাবে সেলিম একদিন আমার কাছে কেঁদে কেঁদে তোমাকে বোঝাতে বলেছিলো। তুমি সেসময় আমার কথা শোননি। বড্ড বেশী দেরী করে ফেলেছো তোমার ভুল বুঝতে লাকী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।