আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

১. 'ঢাকা গেট' কে নির্মাণ করেন?

ক. শায়েস্তা খান খ. ইসলাম খান

গ. খিজির হায়াত খান ঘ. মীর জুমলা

২. বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকর কে?

ক. কামরুল হাসান খ. আবদুর রউফ

গ. রফিকুন্নবী ঘ. মোহাম্মদ কিবরিয়া

৩. খিয়াং সম্প্রদায় কোথায় বসবাস করে?

ক. সিলেটে খ. কুমিল্লায়

গ. পার্বত্য চট্টগ্রামে ঘ. নেত্রকোনায়

৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে কত সাল থেকে?

ক. ১৯৮৫ খ. ১৯৮৬

গ. ১৯৮৭ ঘ. ১৯৮৮

৫. সালদা গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. ব্রাহ্মণবাড়িয়া খ. কুমিল্লা

গ. সিলেট ঘ. ফেনী

৬. দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?

ক. ন্যাশনাল ব্যাংক খ. এবি ব্যাংক

গ. সিটি ব্যাংক ঘ. ঢাকা ব্যাংক

৭. রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

ক. প্রধানমন্ত্রী খ. সাবেক রাষ্ট্রপতি

গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি

৮. কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ নেই?

ক. বরিশাল খ. রাজশাহী

গ. চট্টগ্রাম ঘ. খুলনা

৯. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

ক. ১৩ বার খ. ১৪ বার

গ. ১৫ বার ঘ. ১৬ বার

১০. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

ক. ওআইসি খ. এফএও

গ. ন্যাম ঘ. কমনওয়েলথ

১১. বাংলাদেশ ভারতের নিকট কোন গ্রামটি হস্তান্তর করেছে?

ক. চন্দননগর খ. কৃষ্ণনগর

গ. রামনগর ঘ. রূপনগর

১২. 'দুবলার চর' কোথায় অবস্থিত?

ক. সেন্ট মার্টিনে খ. সুন্দরবনের দক্ষিণে

গ. ভোলায় ঘ. ফেনীতে

১৩. ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?

ক. ঝালকাঠিতে খ. রাজশাহীতে

গ. কুমিল্লায় ঘ. বরিশালে

১৪. জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে?

ক. ২৭তম খ. ২৮তম

গ. ২৯তম ঘ. ৩০তম

১৫. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে?

ক. এশিয়াটিক সোসাইটি

খ. বাংলা একাডেমী

গ. নজরুল একাডেমী

ঘ. জয়নুল একাডেমী

১৬. 'বাংলাদেশ সংলাপ' কি?

ক. বাংলাভাষাবিষয়ক শিক্ষা

খ. বাংলা বেতারের অনুষ্ঠান

গ. বিবিসি'র অনুষ্ঠান

ঘ. বাংলাদেশের অধিকার আন্দোলন

১৭. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?

ক. নেপাল খ. সৌদি আরব

গ. ব্রাজিল ঘ. লিবিয়া

১৮. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক কোনটি?

ক. বাঙালির যুদ্ধ খ. বিদ্রোহে বাঙালি

গ. জয় বাংলা ঘ.বাঙালির ইতিহাস

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.