আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের উপর মেঘ জমেছে

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

মেঘ প্রকৃতির সবচেয়ে নিম্ন বেতনভুগি কর্মচারী ওই মেঘ ওরও তো রয়েছে বহু শিল্পকর্ম এবং বাসনা । -মেঘেরও রয়েছে কাজ :আবুল হাসান হ্যা, মেঘ ক্ষণে ক্ষণে রঙ বদলায়, এতে তেরী হয় বিচিত্র সব শিল্পকর্ম । মেঘ কখনো কালো, কখনো সাদা,কখনোবা টকটকে লাল । তবে মেঘকে যে রঙেই দেখা যাক না কেন , এর পেছনে সুর্যের আলোর ভুমিকাটাই বেশি ।

মেঘকে প্রায়ই কালো বলা হয় । হেমন্ত'র কণ্ঠে কালজয়ী গান ,"মেঘ কালো , আধার কালো"। যখন অনেক মেঘ আকাশে জমাট বাঁধে , শুরু হয় গুরু গুরু গর্জন, চারদিকে ছেয়ে ঢেকে ফেলে প্রচন্ড আলো বিকিরনকারী মহান সুর্যকে , তখনই মেঘকে কালো দেখায় । ঝড়ো হাওয়া যখন আকাশের সমস্ত মেঘ ঝেটিয়ে দিগন্তের এক কোনায় জড়ো করে ,তখন কালো মেঘের ভয়ঙ্কর রূপ দেখে প্রাণীমনে ভীতির সঞ্চার হয় । কবি তখনো বলে , "ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ রভসে।

" কখনো কালো মেঘ সাদা বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে পড়ে পৃথিবীতে , কখনে আবার আধার মেঘের গতি অন্যদিকে পরিবর্তন করে । আলোকিত হয়ে উঠে পৃথিবী ,কালো মেঘ তার রূপ পরিবর্তন করে হয়ে যায় সাদা । চারদিকে হাসি ছড়িয়ে ফোটে সুর্যের আলো । পৌষের পড়ন্ত বিকেলে কোনো বিশাল মাঠ বা হাওরে দাড়ালে যেখান থেকে অনেক দুরের দিগন্ত দেখা যায় সেখানে মেঘের আরেক রূপ ফুটে উঠে । সুর্য ধীরে ধীরে অস্ত যায় ।

ছোট মেঘ, বড় মেঘ , শিশু মেঘ সবাই মিলে বিদায়ী সুর্যের আকাশ জুড়ে ছড়িয়ে দেওয়া রঙের মিছিল থেকে নিজেদের ইচ্ছেমতো রঙ মেখে নিয়ে বিদায় জানায় তার সুর্য বন্ধুকে । অস্তগামী সুর্য যত লাল হয় , মেঘের রঙও তেমন লাল হয়। বহুরূপী মেঘ তখন আকাশের অলঙ্কার। কবির চিত্ত এই দৃশ্য দেখে আকুলিত । মুগ্ধ হূদয়ে সে গেয়ে উঠে , "এইসব অপরূপ দিন আর বিদগ্ধ রাত, এই সব খামখেয়ালী দৃশ্যাবলী ছাড়া অন্য কোন কিছুতেই আমার তবে আর কোন প্রয়োজন নেই ।

------------------------------------------------------ ২ মার্চ ২০০৬ তারিখে দৈনিক সমকালে প্রকাশিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।