মূলত বি এন পি দলটি ১/১১ পর থেকে একটি অনিয়ন্ত্রিত দল হিসেবে রাজনৈতিক অংগনে অবস্হান করছে। দলের নেত্রীসহ শীর্ষনেতারা একেএকে দূর্নীতির দায়ে কারাগারে বন্দি থাকায় দলটিকে পরিচালনা করার মত দক্ষ নেতা/নেত্রীর অভাবে অতীতের সেই বৃহত্তম গনতান্ত্রিক দলটি আজ প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পরে টুকরো টুকরো হয়ে বিলীন হয়ে যাচ্ছে। একটি দেশে অগনতান্ত্রিক সরকার বেশী দিন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকলে সেখানে জংগীবাদ ,ধর্মীয় মৌলবাদীদের উত্থান ঘটে তেমনি একটি গনতান্ত্রিক দল পরিচালক বা নেতৃত্ব শূন্য অবস্হায় বেশী দিন থাকলে সেই দল সন্ত্রাসবাদ ও প্রতিক্রিয়াশীলদের আঁখড়াতে পরিনত হয়।
গতপরশু একটি দৈনিকে প্রকাশিত শীর্ষ খবরে বলা হয় বি এন পিকে সংগঠিত করার জন্য জামাতের মুজাহিদ চেষ্টা করে যাচ্ছেন। বি এন পির কয়েকটি সাংগঠনিক সভায় মুজাহিতকে দলের শীর্ষনেতার ভূমিকায় অবতীর্ন হতে দেখা গিয়েছে।
এছাড়া এই দলের সভায় অংশগ্রহনকারীদের বড় একটি অংশকে পোষাক- আচরণে জামাত কর্মী বলেই মনে হয়েছে।
বি এন পির বিগত দিনের সাংগঠনিক তৎপরতা বিশ্লেষণ করলেই প্রতিয়মান হয় যে বি এন পি আর সেই আগের দলটি নেই, এটি একটি নতুন প্রতিক্রিয়াশীল দল ।
বি এন পির আজকের এই করুণ অবস্হার জন্য কে দায়ী সেটি দলের কর্মী সমর্থকদের ন্যয় দেশবাসী অবগত আছে। স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়া শীল ধর্মব্যবসায়ীদের সাথে আঁতাত করার ফলভোগ করছে এই বিএন পি।
এই ধর্মব্যবসায়ীরা জানে, বি এন পি দলটিকে নিঃশেষ করে দিতে সমর্থ হলে রাজনীতির মাঠে তাদের পাল্লাভারী হবে।
আর সেই উদ্যেশ্য চরিতার্থ করার জন্য বৃহত্তম দলটিকে সংঘবদ্ধ করার অজুহাতে ঘৃন ষড়যন্ত্রের জ্বাল বিস্তার করেছে জামাত নামের এই প্রতিক্রিয়াশীল ধর্মব্যবসায়ীরা।
বর্তমান সরকারকে বিব্রত অবস্হায় ফেলার জন্য এই ধর্মব্যবসায়ীরা একের পর এক ষড়যন্ত্র করে আসছিল, নারী উন্নয়ন নীতিকে ঘীরে ভাংচুর, জ্বালাও পোড়াও, এমনকি দেশের ধর্মপ্রান মোমিনদের এবাদতের যায়গা,রাষ্ট্রিয় অর্থে পরিচালিত বিশ্বখ্যাত পবিত্র বায়তুল মোকাররম মসজিদকে এরা নিজেদের স্বার্থে ব্যবহার করে কলুষিত করেছে। আজকে তারেক জিয়ার পিছলে পড়ে যাবার ঘটনা এবং তারেকের মৃত্যুর গুজব রটানো, অবশেষে নাটকের যবনিকাপাতের পূর্বপর্ব ভাংচুর, জ্বালাও পোড়াও সবই একসূত্রে গাঁথা। বিএন পি দলের সমর্থক ও অনুরাগীদের বুঝতে হবে চক্রান্তকারীরা তাদের স্বার্থেই আন্দোলনের নামে বি এন পিকে ধ্বংস করার জন্য এসব হিংসাত্মক কার্যকলাপ করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।