যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
আমার কাছে বাংলাদেশ সংবিধানের একটি কপি আছে। সেখান থেকে দুটি বিষয় এখানে উল্লেখ করতে চাই।
সংবিধানের তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার বিষয়ক। এখানে শুরুতেই বলা হয়েছে-
২৬ (১) এই ভাগের বিধানবলীর সহিত (মানে মৌলিক অধিকারের বিধানের সঙ্গে) অসমঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসাঞ্জস্যপূর্ণ, এই সংবিধান-প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে।
২৬ (২) রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসমঞ্জস কোন আইন প্রনয়ণ করিবেন না এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের (মানে মৌলিক অধিকারের) কোন বিধানের সহিত যতখানি অসাঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইয়া যাইবে।
এবার আসুন মৌলিক অধিকারগুলোর একটির দিকে দৃষ্টি দেয়া যাক-
৪৩ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের-
৪৩ (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে।
আজ পত্রিকায় দেখলাম এখন থেকে সারা দেশের সব ফোনালাপ রেকর্ড করা হবে। এবং এর কারণ হিসেবে "রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থ"-এর কোনোটিই কারণ হিসেবে দেখানো হয় নি।
প্রশ্ন হল, এ কাজটি তাহলে কোন আইনের আওতায় করা হচ্ছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।