সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের উল্লাসের শেষ নেই। উল্লসিত হবার কারন হয়ত এই ঘোষনা দেবার কারনেই। যাই হোক আমার মূল কথা হলো আমরা আল্লাহ প্রদও আইনে ভীত নাকি মানুষের তৈরি আইনে ভীত। যুক্তিটি অনেক বড়। আল্লাহর দেয়া পথ নিয়ে চলার জন্য আমাদের মহানবী আমাদের সেই পথ অনুসরন করার নির্দেশ দিয়েছেন।
তো যাই হোক কোন অপরাধ করবার আগে আমরা হয়ত এটা মনেই রাখিনা যে আমরা একটা পাপ বা ভুল করতেছি,বা এটা কে কোন রকম প্রাধান্য না দিয়েই পাপটি করে ফেলি। আখিরাতের কোন রুপ চিন্তা না করে অজস্র গুনাহ করে যাচ্ছি প্রতিনিয়ত। আল্লাহর দেয়া সমস্ত পথের অবমাননা করে সাহসের সাথেই করে যাচ্ছি পাপের পর পাপ। বুঝতেই পারছি আল্লাহর দেয়া আইনে আমরা মোটেও ভীত নই। ইসলামের যেসব নিয়ম কানুন দেয়া আছে তা পালন করা তো দুরের ব্যাপার কোন রুপ শ্রদ্ধা প্রদর্শন ছাড়াই অনেক বড়াই করে যাচ্ছি।
দুনিয়া যে কিছু নয় তা বোঝার চেষ্টাই করছিনা। আমোদ নিয়ে আমরা ব্যস্ত সবাই। আল্লাহ ভীতি আমাদের নেই বললেই চলে,আর উনার প্রদও আইনকে তুচ্ছ করে নিজস্ব আইনকেই প্রাধান্য দিচ্ছি। ছোট্ট একটা উদাহরন দিয়ে আমার লেখা শেষ করছি।
রাত তিনটা রাস্তা একেবারেই ফাঁকা।
গাড়ী নিয়ে থামলো এক সৃষ্টির সেরা জীব। কোথাও কেউ নেই,জ্বলছে একটা লাল সিগন্যাল বাতি। ইচ্ছে করলেই বাতি অমান্য করে চলে যেতে পারে সে,কিন্তুু সেত যাচ্ছে না,সে ভীত, কারন ক্যামেরার দৃষ্টি রয়েছে তার উপর,অমান্য করলেই হয়ত তার জরিমানা হবে বা লাইসেনস জব্দ করা হবে,মানুষের তৈরি এই নিয়মে আমরা সবাই ভীত। কিন্তু আল্লাহ যে একটা বিশাল ক্যামেরা লাগিয়েছে এই পৃথিবীতে আর অবলোকন করছে সবকিছু তাতে আমরা মোটেই ভীত নই,কারন বিভিন্ন জন ক্ষেএে বিভিন্ন। আল্লাহর এই সৃষ্টি পৃথিবীতে আমরা মানুষের তৈরি আইনে ভীত,মানুষের কল্যাণে তৈরি আল্লাহর প্রদও আইনে আমরা ক্ষোভ প্রকাশে ব্যাস্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।