আমাদের কথা খুঁজে নিন

   

মিলটন নামের মানুষটি

আল বিদা

আমাদের এই সামহোয়ার ইন ব্লগ সাইট এক কালে খুব জমজমাট ছিল। তখন আমি শুধুই পাঠক ছিলাম। মাঝে কিছু ভাল ব্লগার হারানোয় তা থেমে গিয়েছিল। ইদানিং আবারও জমে উঠেছে। মিলটন (http://www.somewhereinblog.net/blog/miltoncis) নামের জনৈক ব্লগারের সাথে ইয়াহু মেসেন্জারে কথা হত।

ব্লগে তার অবিরাম পোস্ট আমাকে আগ্রহী করে তোলে। হটাৎ করে মিলটন সবার জন্ম তারিখ কালেক্ট করল। আমার মনে হয় না লিস্টেড কাওর জন্মদিন বাদ গেছে যে তিনি ব্লগে উইশ করে নাই। আমি জন্মদিন নিয়ে মাথা ঘামাই না। কিন্তু যে মানুষ রাত ১২ টায় জেগে থেকে আমার জন্য একটা পোস্ট লিখে সাথে একটা ছবি রেডি করে তাকে তো অগ্রাহ্য করা যায় না।

আমি তাকে ধন্যবাদও দিতে পারি না। কারন হয়ত এতে মিলটন আহত হবে। মেসেন্জারে মাঝে মাঝে তারে খেপাইটে চেষ্টা করি। উনি ক্ষেপে গিয়ে বলে আমাকে ক্ষেপানো এত সহজ না। তিনি রাগে ফুসতে ফুসতে বলে আমি এত অল্পতে ক্ষেপি না।

প্রতিদিন তার ৩ টা পোস্ট না পেলে মনে হয় কম কিছু পেলাম। তার প্রতিটা পোস্ট তার মনেরই প্রতিচ্ছবি। এত ইমোশন নিয়ে কিভাবে তিনি দিন পার করে জানি না। তবে রিক্সাওয়ালা আর পকেটমারের জন্য তার দরদ আমি মেনে নিতে পারি না। ভেবেছিলাম তিনি মার্ক্সবাদীয় মানুষ।

পরে মনে হল না। আজকে ২১ আগস্টে তার স্মৃতিকথা পরে মনে হল মানবতাবাদে তার বিশ্বাস। তার বন্ধুপ্রীতি দেখে ভালই লাগে। আফসোস সে আমাকে তার বন্ধু মনে করে না। তার সাথে আমার একবারই দেখা হয়েছে।

দেখি সে মোবাইলে রনজু ভাইর ছবি তুলছে। আমি হুট করে জিজ্ঞেস করলাম এই মোবাইলে কি ছবি তোলা যায়? সে একটু পরেই আমাকে চিনতে পারল। এতটুকুই তার সাথে পরিচয়। ইন্টারনেটকে যে এত আপন করে ভাবা যায় তা মিলটনকে দেখেই বুঝলাম। মিলটন মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করে।

সে মনে করে কবিতার কিছুই তার হয় না। তবুও আমরা উৎসাহ দেই লিখে যাওয়ার। গত সপ্তাহে তার আহবানে ব্লগারদের এক মিলনমেলা হয়ে গেল। এতে বোঝা গেল তার প্রতি অনেক ব্লগারের কত ভালবাসা। তবে নিশি রাতে ব্লগ লেখাটা কতটা ঠিক তা আর জিজ্ঞেস করলাম না।

এই প্রিয় মানুষটিকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.