পুকুর পারের বেলফুল-গন্ধ দক্ষিণ বিলের দুর্বাদলে
চিকচিক কূয়াশার মৃদু কাঁপন মকমল দুপুরের মত
আজো তুমি প্রাগৈতিহাসিক সোনামুখ রাজহাঁস।
সোনালী ধানের শীষে কি ভীষম সখ্যতা তোমার
আহা! কি এমন আকাশচক্ষু তুমুল নিদেনকালে
তোমাতে ছিলাম আমি ওষ্ঠদ্বারে উপনীত শশক।
আজো মনে পড়ে, অতিদূর ভাবনাহীন পথিকের
মত তোমার ছায়ায় গেঁথে ছিলাম ভাটই মমতায়
পাথরে পাথর ঘসে তুলেছি আগুন লোহার পাতে।
সীমঝোপে রাত জেগেছিলো জোনাকী ঝিঁপোকায়
আর জেগেছিলো আমাদের কলাপাতা বিছানায়
উত্তরকালের সহস্রযোজন পথের অজেয় স্বাক্ষর।
নিয়ত শরশয্যায় কখনো হয়নি আমি ধ্যানহীন
কেননা ধ্যানেরও অধিক তুমি ছিলে ছেদহীন পথ
যে পথে অক্লান্ত পথিক আমি হয়ে উঠছি সময়ের
লতা জড়ানো বিল্লপত্র-শোভিত বয়েসী বটবৃক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।