আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর খুনিরা জানবাজ মুক্তিযোদ্ধা !



গত ১৬ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকার ৩য় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি কি কেউ পড়েছিলেন। ১৫ আগস্ট স্মরণে জাতীয় প্রেসক্লাবে দুটি সংগঠনের আয়োজিত আলোচনা সভার সংবাদ। শিরোনামটি হলো, ‌দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে ভিন্নপথ ছিল না বলেই আগস্ট বিপ্লব হয়েছে। এই প্রতিবেদনে যা বলা হয়েছে তা মূল বক্তব্য হলো, ১৯৭৫ এর ১৫ আগস্ট ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি, এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অগণতান্ত্রিক বাকশাল আর মুজিবের দুঃশাসন থেকে দেশ ও জনগণকে বাঁচাতে ভিন্ন কোনো পথ ছিল না বলেই আগস্ট বিপ্লব হয়েছে। পঁচাত্তরের খুনের নায়করা জানবাজ মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তি দিতে হবে ! স্বদেশ ফোরাম ও নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। ভাবতে পারেন, আমরা কোন দেশে বসবাস করছি ? আমরা আমাদের জাতির পিতাকে খুন করেছি! তারপর ৩৩ বছর পর জাতীয় প্রেসক্লাবে সভা করে বলছি খুনিরা জানবাজ মুক্তিযোদ্ধা ! ছি. ধিক ধিক !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.