পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। সাইন্সল্যাবরেটরী থেকে আসাদগেট পর্যন্ত রাতে চলাফেরা করলে খুব সাবধান থাকবেন সবাই। গতকাল রাতে ১১ টার দিকে আমি আর আমার ওয়াইফ পপুলার হাসপাতাল থেকে রোগী দেখে রিকশায় ফিরছিলাম আসাদেগটের দিকে। ধানমন্ডী ৩২ পার হওয়ার পর সোবহানবাগ মসজিদের একটু আগে একটা FZS মোটরসাইকেল আমাদের রিকশার কাছাকাছি আসে এবং মুহূর্তে মোটর সাইকেলের পেছনে বসা ছিনতাইকারী চিলের মত ছু মেরে ওয়াইফের ব্যাগটি কেড়ে নেয়। ব্যাগে বেশ দামী একটা মোবাইল, অল্প টাকা পয়সা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ছিল।
চোখের সামনে দিয়ে চলে গেল কিন্তু কিছুই করতে পারলাম না।
সকল ব্লগার বন্ধুদের সাবধান করছি। উক্ত রাস্তায় চলাফেরার সময় চোখকান খোলা রাখবেন। টানা পার্টি এই রোডে অহরহ মোটর সাইকেলে ঘুরেফিরে। সংশ্লিষ্ট থনায় যদি কেউ একটু ইনফরম করতেন তাহলে ভবিষ্যতের জন্য সবার উপকার হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।