আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
আমার ২৪ ঘণ্টা কিভাবে কাটে এখনো তার কুলিকনারা করে উঠতে পারিনি। অবশ্য পারার কোন সম্ভাবনাও আছে বলে মনে হয়না; কেন , সেই সত্যটিই আজ উন্মোচনের দায়িত্ব তুলে নিচ্ছি নিজের কাধে( যদিও বেচারা কাধ এমনিতেই যথেষ্ট দুর্বল)
মাঝে মাঝে নিজেকে অতিপ্রাকৃতিক কোন সত্তা মনে হয়; আবার এমনও হয়েছে নিজেকে বাড়াবাড়ি প্রকারের হাস্যকর মনে হয়।এর কারণ অবশ্য ভিন্ন কিছু নয়: আমার জগতটা এত ছোট আর গণ্ডিবদ্ধ যে সেখানে আমি-ই একমাত্র মানুষ। তাই অনর্থক চিন্তার মাঝে ডুবে থাকার ভান করি। প্রতিদিন পেপার কিনি অথচ পড়া হয় খুব কম দিনই; টেলিভিশন on করে বসে থাকি দীর্ঘক্ষণ, কিন্তু অনুষ্ঠান দেখা হয়না; এমনকি বই কিনে রুম ভরে ফেললেও প্রতিটি পাঠকৃত বইয়ের ঘটনা আমি পড়ামাত্র ভুলে যাই....সাধারণ জ্ঞান বলতে কোন কিছু আমার মাঝে নেই। আশ্চর্যজনক হলেও সত্য সাবাশ বাংলাদেশ কিংবা অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত- কে তাদের স্থপতি এসবও আমার অজানা........এত তথ্য সংকটে ভুগি বলেই হয়ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলি, কারণ কথা চালিয়ে যাওয়ার মত পর্যাপ্ত তথ্য কখেনাই আমার কাছে থাকেনা।.......এতকিছু সত্ত্বেও আমি কখনো কখনো খুব সুখী, কারণ তথ্যের নির্ভরযোগ্যতা কিংবা সত্যতা নিয়ে আমাকে ভাবতে হয়না, যা নিয়ে বর্তমানের অধকাংশ মানূষ ভাবতে ভাবতে তাদের মস্তিষ্ককে শুঁটকি বানিয়ে ফেলার পর্যায়ে নিয়ে এসেছে........এই ভেবে ভাল লাগে যে, আমার মাথা এখনো বহাল তবিয়তে আছে.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।