আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর ভূল সংবাদে অনেক অনার্স পরীক্ষার্থীর ১ বছর পিছিয়ে পড়বে!!

বারবার ভেঙে-চুরে নতুন করে গড়তে শেখা

প্রথম আলো বাংলাদেশের প্রথম শ্রেণীর এবং বিখ্যাত একটি দৈনিক পত্রিকা। কিন্তু এরই মাঝে তারা এমন একটি ভূল সংবাদ/তথ্য ছাপিয়েছে যার জন্য এবারের অনার্স পরীক্ষার্থীদের অনেকেই একবছর পিছিয়ে পড়বে তাদের একাডেমিক বছর থেকে। কারনটা হচ্ছে এবারের অনার্স ১ম বৎসর পরীক্ষার সময়সূচী ছাপানোর সময় তারা গত ১৩ আগষ্ট-এর একটি পরীক্ষা ১৪ই আগষ্ট লিখে অনেক বড় একটি ভূল করে ফেলেছেন। বিশেষ করে গণিত বিভাগের ছাত্রদের পড়তে হয়েছে বিপাকে। অনেকেই (যারা শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় ছাপানো রুটিন দেখেছে) জানে যে, ১৪ ই আগষ্ট তাদের Introduction to Statistics বিষয়ের পরীক্ষা।

কিন্তু এটি প্রকৃত হবে ১৩ই আগষ্ট। আমি নিজেও একজন এবারের ঢাকা কলেজ থেকে গণিতে অনার্স (১ম বর্ষ) পরীক্ষার্থী। আমি অবশ্য খোঁজ নিয়েছিলাম বলে এ যাত্রায় বেঁচে গেছি। কিন্তু দুঃখের বিষয় যে, পরীক্ষার হলে যেয়ে দেখি আমার রুমে ১৫ থেকে ২০ জন অনুপস্থিত। তখনই জানতে পারলাম যারা শুধু প্রথম আলোর রুটিন দেখেছে তারা জানে ১৩ ই আগষ্ট কোনো পরীক্ষা নেই।

কিন্তু প্রকৃত খবর হচ্ছে ১৩ ই আগষ্ট -ই আমাদের Introduction to Statistics পরীক্ষা। প্রথম আলো পত্রিকা অনুযায়ী এই পরীক্ষা ১৪ ই আগষ্ট। প্রথম আলো যেহেতু প্রথম শ্রেনীর একটি জাতীয় দৈনিক। স্বাভাবিক ভাবেই অনেকেই তাদের তথ্যকে (বিশেষ করে পরীক্ষার রুটিন বিষয়ক) বিশ্বাস করেছে। অবশেষে বিশ্বাস করে তারা ১৩ আগষ্টের পরীক্ষা দিতে পারলো না।

এইজন্য তাদেরকে আবার অনার্স ১ম বর্ষেই থাকতে হবে। তাদের জীবন থেকে হারিয়ে যাবে শুধু শুধু একটি বছর। বড়ই করুন লেগেছে আমার কাছে ব্যাপারটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.