আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা তুমি

তোরা সব জয়ধ্বনি কর ঐ নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড় - একটা উদ্দীপনার মাঝে নিজেকে হারায়।
আজ ও শুনি হাহাকার ধ্বনি কত আর্তনাদে কাটছে জানি বলে উঠে সব শহীদ আত্না এ কেমন তব প্রানের বাংলা উড়ছে পতাকা অবাক যানে দালাল একাওর সবাই জানে সম্ভম হারা সব বীরঙ্গনা গুমড়ে কাদেঁ জানে কজনা হয়নি বিচার কার ও তব আজ রাজ সিংহাসন তাদের আবাস গনতন্ত্র যে বড়ই সবাক চলছে দুর্নীতি হচ্ছি অবাক এ কেমন আজি স্বাধীনতা তুমি অবাক দেখছি কাদঁছে ভূমি হোক না শুরু আবার একাওর জাগব চেতনায় কন্ঠে যে সুর হাসব মোরা এবার মধুর । তাং- ১১-০৩-২০০৭ ইং বিঃ দ্রঃ- এই লেখাটি টেলিটক স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতায় উদ্দেশ্য লেখা হয়েছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.