কেএসআমীন ব্লগ
উপজেলা চেয়ারম্যানরা এবার পাজেরো গাড়ি পাচ্ছেন। একেকটি গাড়ির দাম ৩০ লাখ টাকা। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেয়েছেন পাজেরো।
দেশের উপজেলা পর্যায়ের কর্মকর্তাও পাজেরো গাড়ি চালায় এদেশে। জাপানের মত দেশে পাজেরো, প্র্যাডো বা এ জাতীয় উচ্চ সিসি'র ব্যয়বহুল গাড়ি চালানো একজন জাপানীর জন্য স্বপ্ন বটে।
সরকারী টাকা খরচের হাল দেখে মনে হতে পারে যে এদেশের ট্যাক্স-পেয়াররা বেশ ভাল দিয়ে যাচ্ছেন...
ভারতের পুলিশ কর্মকর্তারা এখনো জিপসি (দাম প্রায় ৩ লাভ রুপি) জিপগাড়ি চালায়। ভারত গাড়ি প্রস্তুতকারী দেশ হয়েও সেদেশের মন্ত্রী/সচিবরা এমবাসাডোর (দাম প্রায় ৩ লাখ রুপি) গাড়িতে চড়েন...
আমরা মাশাল্লাহ গাড়ির একটি পার্টসও তৈরী করি না এখন পর্যন্ত... লাখ লাখ গাড়ি কিন্তু চলছে আমাদের রাস্তায় (আলহামদুলিল্লাহ)
চীনে একজন জেনারেল থাকেন দুই রুমের ফ্লাটে। এটা রসিকতা নয়, বাস্তব ঘটনা। আমাদের দেশের বিগ্রেডিয়ার সাহেবদের খবর কি?
এবার বলুন আমাদের দেশের উন্নতি হবে না তো কি চীনের উন্নতি হবে???
(পাদটীকা : উপজেলা চেয়ারম্যারা পাজেরো চালালে সাংসদদের মার্সিডিজ এম ক্লাস জীপ দেয়ার দাবী জানাচ্ছি আর মন্ত্রীদের জন্য অবশ্যই রোলস রয়েস। তা না হলে কিন্তু তাদের ইজ্জত থাকবে না।
এ দাবী অবশ্যই উঠবে একসময় আর তা খুব সহজের সংসদে পাশ হয়ে যাওয়ার কথা, কারণ তারাই তো আইন প্রণেতা...!!!)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।