reaz.shahed@gmail.com
তারকাচিহ্নিত অভিনেতা-নেত্রীদের সাক্ষাৎকার নেয়ার সময় সাংবাদিকরা প্রায়ই করেন প্রশ্নটি, "কোন মাধ্যমে অভিনয় করতে বেশি সাচ্ছ্বন্দ্য বোধ করেন আপনি- মঞ্চ, টিভি, নাকি ফিল্ম?" উত্তরটা অবশ্য অভিজ্ঞ পাঠকের আগে থেকেই জানা থাকে- মঞ্চ। কারণটিও আন্দাজ করা খুব সোজা- আর কোনো মাধ্যমেই তো এতো দ্রুত আর এতো প্রত্যক্ষভাবে দর্শকসাড়া পাওয়া যায়না।
এই পোস্টটি আমার ৫০ তম পোস্ট; অনেকের কাছে তেমন কিছু না হলেও আমার কাছে এটি চমকে যাওয়ার মতো ব্যাপার- ৫ মাসে ৫০টি পোস্ট! তার মানে প্রতি ৩ দিনে একটি পোস্ট! আমার মতো একটি ইয়ের পক্ষে এটি কিভাবে সম্ভব হয়েছে ভাবতে গিয়ে একটি ব্যাপার চোখে পড়লো- ব্লগে লেখাটা আসলে অনেকটা মঞ্চে অভিনয় করার মতোই, লেখা প্রকাশের সাথে সাথেই প্লাস-মাইনাস আর কমেন্ট প্রাপ্তির কল্যাণে বেশ দ্রুত লেখাটার একটা ইভাল্যুয়েশন হয়ে যায়; এটি কিন্তু বেশ চমৎকার একটি ব্যাপার; এটি সাহিত্যের অন্য কোনো মাধ্যমে নেই; এবং এটি ব্লগারকে (বিশেষ করে আমার মতো ব্লগারকে) পুনঃ পুনঃ লিখতে উৎসাহিত করে।
তারপরও শুভাকাঙ্খী ব্লগারদের কাছ থেকে মাঝেমাঝেই চাপ এসেছে পোস্ট দেয়ার, আমি অবশ্য নিজের ওপর চাপ সৃষ্টি করতে চাইনা, যখন ইচ্ছে হয় লিখি; একটা লেখা লিখে শেষ করতে অস্বাভাবিকরকম বেশি সময় লাগে আমার, কারণ একেকটা বাক্যকে সম্ভাব্য সবরকম ডাইমেনশন থেকে আমি চিন্তা করতে চাই; আর "ভাত খায়া আসলাম" কিংবা "মাইয়াডা কী সোন্দর" টাইপের কমেন্টে বোঝাই মহাকাব্যিক পোস্ট দেয়ার "যোগ্যতা" আমার নেই (আশা করি কখনো হবেনা), নইলে এতোদিনে পোস্টসংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতো।
এই পাঁচটি মাসে অনেকের সাথেই পরিচয় হয়েছে; কারো সাথে মত মিলেছে, কারো সাথে মেলেনি; সবাইকেই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে রাখছি (জামাতি ছাগুগুলি বাদে; তোদের জন্য আমার ভেতর ঘৃণা ছাড়া কিছু নেই; ভালো কথা, তোরা আমার রাজাকারী চেতনার রেসিপিটা পড়েছিস তো?)।
যদি কখনো কারো মনে আঘাত দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন আশা করি।
আমার ৫০ তম পোস্টে আপনাদের জন্যে থাকছে সামান্য উপহার- কুমার বিশ্বজিতের গাওয়া অসম্ভব রোমান্টিক একটি গান ।
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।