স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.
একটা স্বপ্ন দেখছিলাম...স্বপ্নটা এমন..আমি দুটি মানুষের মনের কথা শুনছিলাম...প্রথমটা ছেলে..আর পরের টা একটা মেয়ে.অনেকটা মঞ্চ নাটকের মতো...প্রথমে এক পর্ব তার পর শেষের পর্ব..
যাই হোক প্রথমে দেখলাম..একটা ছেলে উদাস মনে বসে আছে বাইরে কথাও..তার হাতে একটা ফুল..ফুলের পাপড়ি একটা একটা করে ছিড়ছে আর বুঝতে চেস্টা করছে যে মেয়েটা ওকে পছন্দ করে কিনা! (এটা সাধারনত মেয়েরা করে বলে জানি ) ছেলেটি মনে মনে আর ভাবছে ..যদি ওকে বলি আর ও যদি না করে দেয়?? তখন কি করবো আমি? উদাস চোখে সে যখন আকাশ পানে চেয়েছিলো তখন আমি উরে উরে চলে গেলাম অন্য কথাও..
দেখলাম ..অপুরূপ এক জায়গায় আমি!! সাগরের পাশে কিন্তু পানির পাশে বালু মাটি না..শক্ত মাটি..আর বড় বড় পাথর..আর অন্য পাশে পাহাড়..আশে পাশে কোনো বাড়ি ঘর নেই..সেখানে একটাই গাছ..আর তাতে একটা দোলনা..আর দোলনায় দুলছে খুব সুন্দর একটা মেয়ে..সাদা একটা জামা পরা..বাতাসে তার চুল সব এলোমেলো..মেয়েটা দোলনা্য দুলছে আর কারো কথা ভেবে ভেবে আপন মনে হাসছে..আমি মেয়েটার চোখ দিয়ে দেখছিলাম কার কথা ভাবছে সে..
আমার অবশ্য অবাক হতে হয় নি..সে অন্য কেও ছিলো না। সেই ছেলেটি যে এই মেয়েটিকে ভালোবাশে
আমি তো বেজায় খুশি..ভাবলাম মেয়েটাকে বলবো নাকি ছেলেটাকে বোলবো যে তুমি যাকে চাইছো সেও তোমাকেই ভাবছে কিন্তু কিছু বলার আগেই স্বপ্ন শেষ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।