আমাদের কথা খুঁজে নিন

   

হেপাটাইটিস - বি ! প্রয়োজন শুধু প্রতিরোধ

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

হেপাটাইটিস - বি যে কত ভয়াবহ তা হয়তো কখনোই জানতাম না, যদি না গত বুধবারে অফিসে এ বিষয়ে ক্যাম্পেইন টা না হতো। বাড়তি কথায় না যেতে সার সংক্ষেপ আপনাদের বলি। হেপাটাইটিস-বি : হেপাটাইটিস-বি ভাইরাস মুলত লিভারকে আক্রমন করে এবং কোষগুলোকে ধ্বংস করে লিভার কে অকেজো করে দেয়।

এটা ঘতক ব্যাঘি এইডস থেকে ১০০ গুন বেশী সংক্রামক। পৃথিবীতে এইডস এর কারনে যত লোকের মৃত্যু হয় হেপাটাইটিস-বি এর কারনে তার চেয়ে বেশী মানুষ মৃত্যুবরন করে। একে তামাকের পর ২য় ক্যান্সার সৃষ্টিকারী হিসাবে গন্য করা হয়। রোগটির ভয়াবহতা : বিশ্বে প্রায় প্রতি ০৩ জনের মধ্যে একজন হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত। বিশ্বের ৯ম ঘাতক রোগ।

প্রায় ৮০ কোটি লোক হেপাটাইটিস-বি ভাইরাসের দীর্ঘমেয়াদী বাহক। এদের মধ্যে প্রতি বছর প্রায় ১০ লক্ষ লোক লিভার এবং লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। প্রতিরোধের উপায় : শরীরে প্রতিষেধক টিকা নেওয়াই প্রতিরোধের উপায়। এজন্য প্রথমে একটা ব্লাড টেষ্ট করতে হবে যার নাম HBsAg রেজাল্ট পজেটিভ হলেই টিকা নেওয়া যাবে। ডোজ : প্রথমবার দেওয়ার এক মাস পর ২য় বার, তার এক মাস পর ৩য় ডোজ পরবর্তী ০১ বছর পর শেষ ডোজ।

ক্রেডিট : GlaxoSmithKline Bangladesh. স্মৃতি : ১২ জানুয়ারী ২০০৮ইং / শনিবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.