ডা: শাহরিয়ারের পোষ্ট হেপাটাইটিস বি কি ?
হেপাটাইটিস বি একটি জটিল ইনফেকশন যেটি লিভার বা যকৃতকে আক্রমন করে। এটি হেপাটাইটিস বি ভাইরাসের দ্বারা হয়।
হেপাটাইটিস বি ভাইরাস থেকে হতে পারে:
একিউট ( বা স্বল্প মেয়াদি) অসুখ, যার ফলে হতে পারে
• খাবারে অরুচি বমি ও পাতলা পায়খানা
• ক্লান্তি জন্ডিস ( হাত, পা হলুদ হয়ে যাওয়া)
• মাংশপেশী, গিরা এবং পেটে ব্যাথা
লক্ষন সহ স্বল্প মেয়াদি অসুখ সাধারনত বড়দের ক্ষেত্রে বেশী হয়। শিশুরা আক্রান্ত হলে সাধারনত লক্ষন দেখা যায় না।
ক্রনিক ( দীর্ঘ মেয়াদি ) ইনফেকশন, কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি ইনফেকশন হয়।
বেশীর ভাগ ক্ষেত্রে কোন লক্ষন দেখা না গেলেও এটি মারাত্মক, এ থেকে হতে পারে
• লিভার বা যকৃতের ক্যান্সার লিভার বা যকৃত নষ্ট হয়ে যাওয়া (সিরোসিস)
• মৃত্যু
দীর্ঘ মেয়াদি ইনফেকশন সাধারনত বড়দের চেয়ে ১ বছরের কম বয়সী শিশুদের বেশী হয়। দীর্ঘ মেয়াদি ইনফেকশনের রোগীরা অসুস্থতার কোন লক্ষন ছাড়াই অন্যদের মধ্যে হেপাটাইটিস বি ছড়াতে পারেন।
হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর রক্ত বা দেহের অন্যান্য রসের মাধ্যমে সহজেই হেপাটাইটিস বি ছড়াতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসের সংস্পর্শে আসা যে কোন বস্তু থেকেও হেপাটাইটিস বি সংক্রামন হতে পারে। সংস্পর্শে আসা বস্তুটিতে হেপাটাইটিস বি ভাইরাস ৭ দিন পর্যন্ত সংক্রামক থাকতে পারে।
• হেপাটাইটিস বি আক্রান্ত গর্ভবতী মায়েদের শিশুদের জন্মের সময় হেপাটাইটিস বি সংক্রামন হতে পারে।
• শিশু, কিশোর এবং বড়দের সংক্রামন হতে পারে
- কামড়, কাটা বা ক্ষতের সাথে আক্রান্ত রোগীর রক্ত বা দেহের অন্যান্য রসের মাধ্যমে।
- হেপাটাইটিস বি ভাইরাসের সংস্পর্শে আসা যে কোন বস্তু যেমন দাত মাজার ব্রাশ, দাড়ি কামানো রেজর বা ডায়বেটিস মাপার যন্ত্রের মাধ্যমে।
- হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর সাথে অরক্খিত যৌন মিলনের মাধ্যমে।
- হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর ব্যাবহৃত সিরিঞ্জ (মাদক নিতে) ব্যাবহার করলে।
- হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর ব্যাবহৃত সিরিঞ্জের খোচা লাগলে।
হেপাটাইটিস বি এর টিকা কেন নেব ?
হেপাটাইটিস বি এর টিকা হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমন প্রতিরোধ করতে পারে। ফলে হেপাটাইটিস বি এর কারনে হওয়া লিভার বা যকৃতের ক্যান্সার এবং লিভার বা যকৃত নষ্ট হয়ে যাওয়া (সিরোসিস) প্রতিরোধ করতে পারে।
অন্যান্য টিকার সাথেই হেপাটাইটিস বি এর টিকা দেয়া যায়।
হেপাটাইটিস বি এর টিকা দীর্ঘমেয়াদি , সম্ভবত আজীবন সুরক্ষা দেয়।
কাদের হেপাটাইটিস বি এর টিকা নেয়া দরকার এবং কেন ?
শিশু এবং কিশোরদের:
• শিশুদের সাধারনত ৩ বার (ডোজ) হেপাটাইটিস বি এর টিকা দেয়া হয়।
১ম বার : জন্মের পর পর
২য় বার : ১-২ মাস বয়সের সময়
৩য় বার : ৬-১৮ মাস বয়সের সময়
কোন কোন শিশুদের ৪র্থ বারে একটি টিকা দেয়া হয়। একত্রে কয়েকটি রোগের টিকার ক্ষেত্রে এটি ঘটতে পারে, অতিরিক্ত টিকাটি শিশুর জন্য ক্ষতিকর নয়।
• ১৮ বছরের বা তার বেশী বয়সীদের আগে টিকা দেয়া না থাকলে হেপাটাইটিস বি এর টিকা দেয়া উচিৎ।
বড়দের:
• সকল বয়স্ক যাদের টিকা দেয়া নেই এবং যাদের হেপাটাইটিস বি এর সংক্রামন হবার সম্ভবনা আছে তাদের টিকা দেয়া উচিৎ।
এর মধ্যে আছেন;
_ হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর যৌন সঙ্গী।
-সমকামি পুরুষ,
-শিরাপথে মাদক ব্যাবহারকারী
-যাদের একের অধিক যৌন সঙ্গী আছে,
- যাদের দীর্ঘমেয়াদি লিভার(যকৃত) বা কিডনীর(বৃক্ক) রোগ আছে।
-৬০ বছরের কম বয়সী ডায়বেটিক রোগী।
-যাদের চাকুরিক্ষেত্রে মানুষের রক্ত বা দেহের অন্যান্য রসের সংস্পর্শে আসতে হয়,
- বাড়ীতে হেপাটাইটিস বি আক্রান্ত রোগী থাকলে,
-মানসিক রোগীদের যারা সেবা দিয়ে থাকেন,
- কিডনী(বৃক্ক) ডায়ালাইসিসের রোগী,
- হেপাটাইটিস বি আক্রান্তদের সংখ্যা বেশী এমন দেশে যারা ভ্রমন করেন,
-যাদের এইডস আছে।
• কোন কোন লোককে তার ডাক্তার টিকা নেবার পরামর্শ দিতে পারেন।
যেমন ৬০ বছরের বেশী বয়সী ডায়াবেটিক রোগী। এছাড়াও যে কেউ হেপাটাইটিস বি আক্রমন থেকে সুরক্ষা পেতে টিকা নিতে পারেন।
• গর্ভবতী মা উপরে বর্নিত ঝুকিতে থাকলে টিকা নেয়া উচিত। এছাড়াও যে কোন গর্ভবতী মা হেপাটাইটিস বি আক্রমন থেকে সুরক্ষা পেতে টিকা নিতে পারেন।
বড়দের ক্ষেত্রে ৩ বার (ডোজ) হেপাটাইটিস বি এর টিকা দেয়া হয়।
১ম টিকা নেবার ৪ সপ্তাহ পর ২য় টিকা, এবং ২য় টিকার ৫ মাস পর ৩য় টিকা নিতে হয়। বিশেষ কোন ক্ষেত্রে আপনার ডাক্তার আপনার টিকা নেবার সময়সূচী ঠিক করে দিতে পারেন।
কাদের হেপাটাইটিস বি এর টিকা নেয়া যাবে না ?
• যদি কারো ইষ্ট বা টিকার কোন উপাদানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা ( এলার্জি) থাকে তার হেপাটাইটিস বি এর টিকা নেয়া যাবে না। অতিরিক্ত সংবেদনশীলতা ( এলার্জি) থাকলে আপনার ডাক্তারকে জানান।
• যদি কারো ১ম বার হেপাটাইটিস বি এর টিকা দেবার পর জীবনের ঝুকিপূর্ন সংবেদনশীলতার ( এলার্জি) ঘটনা ঘটে তবে তার হেপাটাইটিস বি পরবর্তী টিকা নেয়া যাবে না।
• যদি কারো টিকা নেবার সময়সূচীর সময় শারিরীক অসুস্থতা থাকে তবে পুরোপুরি সুস্থ হবার পর হেপাটাইটিস বি এর টিকা নিতে হবে।
আপনার ডাক্তার আপনাকে এ সাবধানতা সম্পর্কে আরো তথ্য দিতে পারেন।
বিশেষ তথ্য: হেপাটাইটিস বি এর টিকা দেবার পর রক্তদান করতে চাইলে অন্তত ২৮ দিন অপেক্ষা করতে হবে। এর কারন এ সময়ে হেপাটাইটিস বি এর রক্ত পরীক্ষার রিপোর্ট ভুলক্রমে ( রক্তে থাকা টিকার কারনে ) হেপাটাইটিস বি আক্রান্ত হিসাবে আসতে পারে।
এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।