আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো??

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে........বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খোলে চারদেয়ালে বন্দী হই রাত গড়ালেই। ছোট্ট ঘরের চারটা দেয়াল। চুনকাম করা দেয়ালগুলো থেকে খসে খসে পড়ে চকচকে পলেস্তরাগুলো। জীবন থেকেও বুঝি ঠিক এভাবেই সময়ের পলেস্তরা খসে খসে পড়ে। চারপাশের রুঢ় বাস্তবতা হঠাৎ করেই থমকে দেয় সাধারণ আমাকে।

প্রিয় মানুষগুলো মাঝেমধ্যেই শান্তনা দেয়। বলে- চেষ্টা করে দেখ, আকাশ ছুঁতে পারবে। আমি চারদেয়ালে ঘেরা ছোট্ট সেই ঘরটাতে বসে বসে পলেস্তরা পড়া দেখি। ছাদ থেকে মাঝে মধ্যেই খসে পড়ে পলেস্তরা। আর আমি ভাবি হায়! বহু সাধ্যি করে ছোট্ট ঘরের ছাদ ছুঁতে পারলাম না...আর আমি আকাশ ছুঁবো! সকালের ঘুমটা বেশ বেলা করে শেষ হয়।

কখনো সখনো আবার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়তে হয়। মাথার পাশেই থাকে জানালা। সেই জানালা গলে আলো এসে পড়ে বিছানায়। ধরতে গিয়েও হাতটা সরিয়ে নেই আনমনে। জানালার ভিতর দিয়ে চোখ খুলে তাকালেই চোখে পড়ে আকাশ।

তবু্ও এই আমি পুরোটা চোখ খুলে আকাশ দেখি না। কেন দেখি না উত্তর খুঁজে বেড়াই। হাতের কাছেই হিসাবের নানা সুযোগ সুবিধা। সহজ হিসাবগুলোও এখন মুখে মুখে কিংবা কাগজে কলমে করি না। খুলে বসি সায়েন্টিফিক ক্যালকুলেটর কিংবা কম্পুর স্ক্রিণ।

সহজ হিসাবগুলোই বুঝি তাই কঠিন হয়ে উঠে। দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী পিথাগোরাসকে জিজ্ঞাসা করা হয়েছিল বন্ধু কে? তিনি জবাব দিয়েছিলেন গণিত দিয়ে। তিনি বলেছিলেন বন্ধু হচ্ছে ২২০ আর ২৮৪। আর এদের সম্পর্কই বন্ধুত্ব। তিনি অঙ্কের মাধ্যমে দেখানে ২২০ এর উৎপাদক হচ্ছে ১, ২, ৪, ৫, ১০, ১১, ২০, ২২, ৪৪, ৫৫ ও ১১০।

এগুলো যোগ করলে পাওয়া যায় ২৮৪। আবার ২৮৪ এর উৎপাদকগুলো হচ্ছে ১, ২, ৪, ৭১ ও ১৪২। এগুলোর যোগফল ২২০। গণিতে এ দুটি জোড়া সংখ্যা। সুতরাং একজনকে ভেঙে যোগ করলে যদি আরেকজন পাওয়া যায় এবং সেই জনটিকে ভেঙে যোগ করলে যদি আগের জনকে পাওয়া যায় তাহলে তারা দুইজন পরস্পরের বন্ধু।

কতো কতো সংখ্যা নিয়ে বসে পড়ি। উৎপাদক বের করার চেষ্টা করি। নিজের গাণিতিক সংখ্যার উৎপাদকই আজতক বের করতে পারিনি। আর আমি বের করি অন্যের গাণিতিক সংখ্যার উৎপাদক!!!!!! কখনো খুব মন খারাপ হলে খুব জানতে বলতে ইচ্ছা করে- বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.