কলপনার মাঝে ভেসে আছি
আজকে যে বন্ধু দিবস তা জেনেছি গতকাল রাতে। যায় হোক সঠিক সময়েই জেনেছি। আপনাদের সকলকেই আজকের এই দিনে জানাচ্ছি বন্ধু দিবস উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা। আজকের দিনটাও ভাল কেটেছে। মানে কাটতেছে।
আজ অনেকদিন পর জোরেসরে বৃষ্টি হল। এই বিশেষ দিনটাতে বৃষ্টি রাঙালো। গতকাল চাঁদ উঠলে আরো ভাল হত। আজ ক্লাসে ফেরেন্ডদের কন্ঠে গান শুনলাম। ওউ বেশ ভালই লাগল।
তবে অবাক হলাম ইসলাম শিক্ষা স্যারের কন্ঠে প্রেমের গান শুনে। আর তিনিও মেয়েদের আজ বললেন গান গাইতে। যে গাইবে তার ডায়েরিতে নাম্বার দিবে,এই কথাও বললেন। চার জন গান গাইল,আর খেয়াল করলাম স্যারও অনেক মনোযোগ দিয়ে শুনছিলেন। এরপর এলেন ইংরেজী ২য় পত্রের স্যার
ওনিও না করলেন না,মানে বন্ধ না করে গান গাইতে বললেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।