যতই দিন যাচ্ছে, আমাদের ক্রিড়াবিদদের খেলার মান নিম্নমুখী হচ্ছে- কারণ, নিজেদের ভিতর খেলাটাকে েখে নেবার আগ্রহ নেই, চ্যালেন্জ নেই, সর্বোাপরি দেশপ্রেম নেই। যে কোনভাবে জাতীয় দলে চান্স পাবার পর আর উপরে উঠার তীব্র কামনা নেই। নিয়মিত প্রাকটিস নেই, শরীরের যত্ন নেই। সরকারেরও তেমনি সবকিছুতে দায়সারা গোছের ভাব! বিভিন্ন রাষ্ট্র কিংবা প্রকল্প বড় বড় ডলারের প্রজেক্ট পাশ করতেছে, আর সরকারি উর্ধ্ভতন কর্তৃপক্ষ তার সিংহভাগ গ্রাস করতেছে। নেই সুষ্ঠু বন্টন, নেই সুন্দর নীতিমালা।
হ-য-ব-র-ল অবস্থা। এই ভাবে দল বিদেশ সফরে যায় আর সম্মানের বদলে তোয়ালে চুরি করে সংবাদপত্রে কভারস্টোরি হয়, কেউ এয়ারপোর্ট হতে চিরকালের জন্য পলাতক হয়, যেন দেশে ফিরতে না হয়।
এই ক্ষতিকর চক্র হতে আমাদের বের হয়ে আসতে হবে। সুশীল সমাজ, লেখকেরা, সিনিয়র ক্রিড়াবিদেরা, কোচেরা, তৃনমূল পর্যয়ের কোচ ওসংগঠকেরা এগিয়ে আসবেন- রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ইনাদের সম্মানের সাথে ডেকে পরামর্শ নেবেন; সেইমতে দল নির্বাচন করবেন যেন বিদেশে গিয়ে তারাও লজ্জায় না পড়েন, আমাদেরও লজ্জায় না ফেলেন!
এই যে যারা অলিম্পিকে যাচ্ছেন, দোয়া করি তার তাদের সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করুক। খেলা শেষে আবার দেশে ফিরে আসুক।
তেমনি তাদের বসেরাও যেন প্রকৃত কাজ বাদ দিয়ে শপিং এবং সেক্স নিয়ে ব্যস্ত হয়ে না পগড়ন!!
এমনিতেই দেশের রাজনিতিবিদদের নিয়ে বিশ্বে হাসাহাসি হচ্ছে, এখন তত্ত্বাবধায়কদের নিয়েও হাসছে বিশ্ব, সর্বশেষ প্রবাসী শ্রমিকদের বেআইনী কার্যকলাপে অতিষ্ঠ বিদেশী মালিক ও পুলিশ শশ শ্রমিককে দেশে ফেরত পাঠাচ্ছে মেরে-ধরে; দেশে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে-- এ অবস্থায় একমাত্র সৎ ক্রিড়াবিরাই পারে বিদেশে দেশের সুন্দর ভাবমুর্তি গড়ে তুলতে। এই সময়ে অলিম্পিকগামী দলটাই পারে নতুন আশাবাদী বাংলাদেশকে বিশ্বে উপস্থাপন করতে।
জয় হোক বাংলার দামাল ছেলেমেয়েদের!!
তোমাদের জন্য শুভ কামনা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।