যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
আমি কবি নই তাই বলে যে আমার লিখতে ইচ্ছে হয়না তা না আর তাই আমার খানিকটা লেখার চেষ্টা করা। আমি ইসতিয়াক আহম্মেদ এবং এটি আমার লিখা কবিতা।
শুধু তোমায়
আসছে না ঘুম চোখের পাতায়,
পড়ছে মনে শুধু তোমায়।
আঁধার রাতে আমার পাশে,
খুঁজছি আমি শুধু তোমায়।
আঁধার রাতে একা তুমি
আসোনা আমার কাছে,
ভালোবেসে আদর করে
বসোনা আমার পাশে।
ভালোবেসে করে আদর,
ভরিয়ে দাও মন আমার।
যেন আমি ভাবতে পারি,
এই আমি শুধুই তোমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।