আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিক টুকিটাকি-১

সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
আর কয়দিন পরেই শুরু হতে যাচ্ছে অলিম্পিক। থাকি চীনে তাই অলিম্পিক নিয়ে আমারো উৎসাহিত হওয়ার কথা কিন্তু ততটা বোধহয় অনুভব করছিনা। কারন এক্টাই- অলিম্পিকে নিয়েতো আমার গর্ব করার মত কিছুই নেই। শুনেছি বাংলাদেশ এবারো কয়েক্টি ওয়াইর্ল্ড কার্ড পেয়েছে। তাই একটা বাহিনী হয়ত যাবে অন্তত দেশের পতাকা বহনের জন্য।

বিপরিতে চাইনিজরা কিন্তু অলিম্পিক নিয়ে পুরা মাতাল অবস্থা। টিভি খুললেই অলিম্পিক, পত্রিকা খুললেই বিরাট বিরাট পোস্টার, বুড়া-পোলাপাইন সবার পোশাকে অলিম্পিকের ছাপ । চাইনিজরা বুক ফুলিয়ে বলে আমার এবার বিশ্বকে শতাব্দীর ব্যতিক্রমী ও জাঁকজমক অলিম্পিক দেখিয়ে দেব। হবেও বোধহয় তাই। সরকার জলের মত টাকা ঢালছে অলিম্পিকের পেছনে আধুনিক চায়নাকে তুলে ধরার জন্য।

ইতিমধ্যেই বেইজিং এ নতুন করে এয়ারপোর্ট এক্সটেনশন, রেলওয়ে স্টেশন, আন্ডার গ্রাউন্ড রেলওয়ে তৈরি করা হয়েছে। নুতন নুতন স্টেডিয়াম বানানো হয়েছে। বার্ডস নেস্ট আর ওয়াটার কিউব নিয়ে তো ন্যশনাল জিওগ্রাফিকে ইতিমধ্যে শো হচ্ছে। আরেকদিন লিখব এই দুটারে নিয়ে। অলিম্পিকের উদ্বোধন হবে ০৮-০৮-২০০৮ রাত ০৮:০৮:০৮ টায়।

সংখ্যা নিয়ে ধারনা করতে পারছেন কিছু???? না পারলে বলি - চাইনিজদের নিকট ৮ এবং ৬ (চাইনিজ ভাষায় 'বা' 八 এবং 'লিউ'六)হচ্ছে সৌভাগ্যের সংখ্যা। প্রতিবছর বহু চাইনিজ শুধু ৮৮৮৮ বা ৬৬৬৬ এই ধরনের লাইসেন্স নম্বর বা টেলিফোন নম্বর পেতে মিলিয়ন মিলিয়ন রেনমিনবি/ ইউয়ান খরচ করে । নাস্তিক চাইনিজরা কিন্তু এখনো বহু ধরনের সংস্কারে বিশ্বাসী। অলিম্পিকের মাস্কটে আসি। এবারের অলিম্পিকের মাস্কট কিন্তু ৫টা।

ছবির মধ্যেই দেখতে পাচ্ছেন- এদের নাম হচ্ছে 'bei bei' ,'jing jing', 'huan huan', 'ying ying', 'ni ni' । চাইনিজরা আদর করে বাচ্চাদের নাম দুবার উচ্চারন করে আমরা যেমন আদর করে বলি "ওরে আমার কুটু কুটু, পুটু পুটু"। মাস্কটের নামের মাঝে আসলে আপনাকে বলছে 'Bei jing huan ying ni' মানে বেইজিং এ আপনাকে স্বাগতম। অলিম্পিকের হোস্ট সিটি এবার মোট ৭টি সিটি যথাঃ বেইজিং, সাংহাই, শনইয়াং,থিয়ানজিং, ছিনহুয়াংদাও, ছিংদাও এবং হংকং। প্রত্যেক সিটি একে অপরের সাথে প্রতিদ্বন্দিতায় নেমেছিলো কে কার থেকে সুন্দর আয়োজন করতে পারে।

পরের পোস্টে অলিম্পিকের ভেন্যু গুলার ছবি দিমু।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.